অনেকেরই গাছের খুব শখ থাকে। অনেকের কাছেই গাছ সন্তানতুল্য। বাড়ির বারান্দা, জানালা বা ছাদে রাখা গাছগুলোর প্রতি তাদের যত্ন অনেকটা। তাই নিয়ম করে জল দেওয়া, রোদের তাপ বুঝে জায়গার পরিবর্তন করা, সবটাই গাছের ভালোর কথা ভেবে। গাছকে যাঁরা এভাবে ভালোবাসেন তাঁরা কয়েক দিনের জন্য কোথাও গিয়েও মনে শান্তি পান না। তাঁদের মাথায় কেবল একটাই ভাবনা চলতে থাকে গাছগুলো শুকিয়ে যাবে হয় তো জল না পেয়ে কিংবা বেশি তাপ লেগে। তবে এবার আর চিন্তার কিছু নেই। মন শান্ত করে, বাড়িতে গাছ রেখে ঘুরতে যেতে পারবেন। মাথায় রাখতে হবে কেবল সহজ কিছু টিপস। এতে গাছ নিরাপদে থাকবে। প্রথমেই বুঝে নিতে হবে কোন গাছের কতটা রোদ, জল ও আর্দ্রতা প্রয়োজন। সেই অনুযায়ী তাদের যত্নের ব্যবস্থা করতে হবে।
জল দেওয়া- যাওয়ার আগের দিন গাছগুলোকে ভালো করে জল দিয়ে যেতে হবে। তবে এক্ষেত্রে টবের নীচ দিয়ে জল বেরানোর ব্যবস্থাও থাকতে হবে। যদি টবের নীচ দিয়ে জল বের না হয়, তাহলে ড্রেনেজে সমস্যা হতে পারে। তাই এক্ষেত্রে সবার আগে টব ঠিক করে নিতে হবে।
আরও পড়ুন: দুধ-চিনি ছাড়াই তৈরি করুন সুস্বাদু-স্বাস্থ্যকর চকোলেট আইসক্রিম, বাচ্চাদের বায়না কমবে
গাছগুলো একসাথে রাখতে হবে- সব গাছকে কাছাকাছি রাখলে মাইক্রোক্লাইমেট তৈরি হয়, যা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। বাথরুমের কাছে রাখলে আরও ভালো।
শুকনো পাতা ও ময়লা পরিষ্কার করতে হবে- গাছের শুকনো পাতা থাকলে তা ছেঁটে ফেলতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে কোথাও পোকামাকড় যেন না থাকে। পাতা পরিষ্কার থাকলে সালোকসংশ্লেষ ভালো হয়, গাছও থাকে সতেজ।
সার দেওয়া বন্ধ করতে হবে- ঘুরতে যাবার ঠিক আগে সার দেওয়া যাবে না। সার দিলে গাছের বৃদ্ধির গতি বেড়ে যায়। তখন বেশি যত্ন ও জলের দরকার হয়। কিন্তু বাড়িতে কেউ না থাকলে সেই অতিরিক্ত যত্নের অভাবে গাছের ক্ষতি হতে পারে।
আরও পড়ুন: এই দুটি জিনিস দিয়ে ভাজতে থাকুন লুচি! ঘন্টার পর ঘন্টা নরম তুলতুলে থাকবে
রোদের তাপ থেকে বাঁচানো- গাছগুলো যেন একটানা কড়া রোদে না থাকে সে রকম জায়গায় রাখতে হবে। কারণ সরাসরি রোদ এলে গাছ শুকিয়ে যেতে পারে, কারণ গাছ এই সময় টানা জল পাবে না তাই শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই জানালার পাশে বা বারান্দায় রোদের তীব্রতা বুঝে গাছ সরিয়ে রাখতে হবে।
ড্রিপ বোতল- বোতলের ঢাকনায় ছিদ্র করে তাতে জল দিয়ে গাছের টবে উল্টে রেখে দিন পারেন, এর থেকে রোজ ধীরে ধীরে জল পড়বে।
গামলায় বসিয়ে রাখতে পারেন- ১-২ ইঞ্চি জলে টব বসিয়ে রাখলে গাছ নিচ থেকে জল শুষে নিতে পারবে।