Dhanteras Wishes 2024: শুরু হয়ে গিয়েছে ধনতেরাস বা ধনত্রয়োদশীর তিথি। এই উপলক্ষে অনেকেই সোনা বা রূপোর জিনিস কেনাকাটা করেন। লক্ষ্মী গণেশ, কয়েন ইত্যাদি কেনাকে শুভ বলে মনে করা হয়। তবে একই সঙ্গে এই দিন বিশেষ পুজোও হয়। লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করা হয় এই দিন। সেই উপলক্ষে ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের। ধনতেরাস উপলক্ষে সেই প্রার্থনা শুধু নিজের জন্য নয়। পরিবার, পরিচিত ও অন্যান্য প্রিয়জনের জন্যও থাকে। তাই ধনতেরাসের শুভ লগ্নে শুভেচ্ছা জানানোর রীতি। পরিচিত সকলকে দিনটির শুভেচ্ছা জানান। বেছে নিন আপনার পছন্দের শুভেচ্ছাবার্তা।
আরও পড়ুন - ধনতেরাসে প্রিয়জনদের জন্যও থাক প্রার্থনা, পাঠান এই শুভেচ্ছাবার্তা
ধনতেরাসের শুভেচ্ছাবার্তা (Dhanteras 2024 Wishes)
১. ধনতেরাসে মা লক্ষ্মীর আশীর্বাদে পূর্ণ হয়ে উঠুক জীবন। সুখ সম্পদে ভরে উঠুক আগামীকাল। এমনটাই কামনা করি। শুভ ধনতেরাস।
২. ধনতেরাসের আশীর্বাদ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। সকলের জীবন ভরে উঠুক সমৃদ্ধিতে। শুভ ধনতেরাস।
৩. ধনতেরাস মানেই সুখ, সমৃদ্ধির শুভ লগ্ন। অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায়।
৪. ধনতেরাস যেন সব দুঃখকষ্ট ভুলিয়ে দেয়। আনন্দে ভরে তোলে মন। শুভ ধনতেরাস।
৫. ধনতেরাসের শুভ লগ্নে প্রার্থনা করি যাতে সব দুঃখকষ্ট কমে যায়। শুভ ধনতেরাস।
৬. ধনতেরাস মানেই ঈশ্বরের কাছ থেকে সুখ, সমৃদ্ধির প্রার্থনা। এই প্রার্থনা কখনও একার জন্য হতে পারে না। তাই তোমার জন্যও একই প্রার্থনা রইল দেবী লক্ষ্মীর কাছে। তিনি যেন সর্বদা আশীর্বাদ বর্ষণ করেন মাথার উপর। শুভ ধনতেরাস।
৭. শুভ ধনতেরাসের অনেক শুভেচ্ছা জানাই। তুমি ও তোমার পরিবার যেন সবসময় আনন্দে থাকে।
৮. তোমার জন্যও প্রার্থনা রইল মা লক্ষ্মীর কাছে। তিনি যেন সর্বদা সুখ সম্পদ বর্ষণ করেন মাথার উপর। শুভ ধনতেরাস।
৯. শুভ ধনতেরাস। তোমার জীবন সুখ, সম্পদ ও ঐশ্বর্যে ভরে উঠুক।
১০. শুভ ধনতেরাসের অসংখ্য শুভেচ্ছা। তুমি ও তোমার পরিজন সুস্বাস্থ্যের অধিকারী হও।