বাংলা নিউজ > টুকিটাকি > Basanti & Annapurna Puja Difference: বাসন্তী পুজোর অষ্টমীতে অন্নপূর্ণা আরাধনার রীতি, দুই পুজোর তফাত কোথায়?
পরবর্তী খবর
Basanti Puja & Annapurna Puja: বসন্তের সমারোহ গোটা প্রকৃতি জুড়ে। তাই বসন্তে প্রকৃতিরই আরাধনা — মহামায়র পুজো। যিনি বাসন্তী রূপে পুজিত হন। মনে করা হয়, রাজা সুরথ এই পুজোর প্রচলন করেছিলেন। দুর্গাপুজোর আদলেই বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। দশমীতে হয় বিসর্জন। পরে শ্রীরামচন্দ্র দেবীর অকাল বোধন করেন শরৎ মাসে। তখন থেকে শরৎ মাসেই অনুষ্ঠিত হয় দেবী দশভুজা।
অষ্টমীতে আরাধনা অন্নপূর্ণার
বাসন্তী পুজোর অষ্টমীতেই আরাধনা হয় দেবী অন্নপূর্ণার। বাসন্তী পুজো মূলত চৈত্র মাসের শুক্লপক্ষের সময় দেবী দুর্গার পুজো, যা বাঙালি হিন্দুদের কাছে প্রধান দুর্গাপুজো হিসেবে পরিচিত। আর এই পুজোর অষ্টমী তিথিতে অন্নপূর্ণা দেবীর পুজো অনুষ্ঠিত হয়। দেবী অন্নপূর্ণা মা দুর্গারই অন্য একটি রূপ।আরও পড়ুন — ওজেম্পিক খেয়েই ঝরল বিপুল ওজন? এক বছরে ৩৪ কেজি কমিয়ে কী বললেন রকি সিং
আদতে দেবী দুর্গার পুজো
বাসন্তী পুজো (বাসন্তী দুর্গাপুজো) আদতে দেবী দুর্গার পুজো। চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত এই পুজো বাঙালি হিন্দুদের কাছে এক সময় এটি প্রধান দুর্গাপুজো হিসেবে পরিচিত ছিল। পরে অকালবোধনের সময়টাই মূল দুর্গাপুজোর সময়কাল হয়ে ওঠে।
চৈত্র নবরাত্রির অংশ
চৈত্র নবরাত্রির অংশ হিসেবে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। এই নবরাত্রির সময় প্রতি দিন দেবী দুর্গার বিভিন্ন অবতারকে পুজো করা হয়। পুরাণ মতে, রাজা সুরথ বসন্তকালে দেবী দুর্গার আরাধনা শুরু করেন। তাই পুজোর নাম বাসন্তী পুজো। অন্য দিকে, দেবী অন্নপূর্ণা দেবী দুর্গারই অন্য একটি রূপ — যিনি খাদ্য, জীবিকা, সমৃদ্ধি এবং পুষ্টির দেবী হিসেবে পরিচিত।আরও পড়ুন — বাগানেই চাষ করুন মাখনা, ফলন হবে সেরা! জানুন ছোট জায়গায় চাষের কায়দা