
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ওমিক্রনের পরে কী কী সমস্যা হতে পারে, তা এখনও চিকিৎসকদের কাছে পরিষ্কার নয়। অনেকেই বলছেন, এটি সাধারণ জ্বর-সর্দি-কাশির মতো সমস্যা, কেউ আবার বলছেন, অত হাল্কা ভাবে নেওয়ার কিছু নেই, এটি রীতিমতো জটিল জিনিস। কেন্দ্র সরকারের তরফেও স্পষ্ট করে বলা হয়েছে, এখনই ওমিক্রনকে হাল্কা ভাবে নেওয়ার মতো কোনও প্রমাণ পাওয়া যায়নি এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।
কিন্তু এরই মধ্যে অনেকেই জানাচ্ছেন, ওমিক্রন থেকে সেরে ওঠার সময়ে তাঁদের কোমরে ব্যথা হচ্ছে? এর কারণ কী? কতটা ভয়ের এই সমস্যাটি?
দেশের নামজাদা চিকিৎসক এবং ফুসফুস বিশেষজ্ঞ হরিশ চাফলে হালে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই ব্যথার বিষয়ে। কী বলছেন তিনি?
ওমিক্রন থেকে সেরে ওঠার সময়ে কোমরে ব্যথার কারণ কী?
চিকিৎসক বলছেন, ভাইরাস সংক্রমণ হলে myalgias বা পেশি-গাঁটের ব্যথা হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। কোভিডেও তার ব্যতিক্রম হচ্ছে না। কিন্তু এখনও পর্যন্ত পাওয়া সমীক্ষার রিপোর্ট বলছে, কোভিডের অন্য রূপগুলির তুলনায় ওমিক্রনে এই ধরনের ব্যথা কিছুটা বেশি হচ্ছে। শরীরের musculoskeletal system বা হার-পেশি-মজ্জার যে কাঠামো তাতে এই ভাইরাসটির প্রভাব বেশি পড়ছে, এবং ক্ষতি বেশি হচ্ছে বলেই হয়তো এমন হচ্ছে। তাই বলছেন চিকিৎসক।
চিকিৎসা কীভাবে?
হরিশ চাফলে বলছেন, এর থেকে বাঁচার জন্য কয়েকটি রাস্তা মেনে চলতে হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports