সারা বছর ধরে বাঙালি তাকিয়ে থাকে এই সময়টির দিকেই। দুর্গাপুজো। বাঙালির সেরা উৎসব। শরৎকাল শুরু হতে না হতেই বাঙালি বাড়িতে শুরু হয়ে যায় মাদুর্গার আগমনের তোরজোর। যদিও এখন সবে বর্ষাকাল শুরু হয়েছে। কিন্তু তার মধ্যেই পাওয়া গেল দুর্গাপুজোর গন্ধ। আর মোটে ১০০ দিন। তার পরেই মা আসবেন বাংলার ঘরে ঘরে।
আগে থেকে দুর্গাপুজোর তারিখ জানা থাকলে চারটি দিন নিয়ে কী কী করা যায়, তার পরিকল্পনা করে রাখতে পারেন অনেকেই। তার মধ্যে যদি জেনে রাখা যায় দুর্গাপুজোর আশপাশের বড় পুজোর তারিখগুলিও, তাহলে তো কথাই নেই। এবার একে একে জেনে নিন, এবারের শারদোৎসব এবং সেই সময়ের অন্য বড় পুজো ও উৎসবের তারিখ।
বিশ্বকর্মা পুজো:
২০২৪ সালের বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর (৩১ ভাদ্র) মঙ্গলবার
মহালয়া:
২০২৪-এ মহালয়া পড়েছে ২ অক্টোবর (১৫ আশ্বিন) বুধবার
দেবীর আগমন:
এবার দেবীর দোলায় আগমন। ফল— মড়ক
দুর্গাপুজো ২০২৪:
- মহাপঞ্চমী পড়েছে ৮ অক্টোবর (২১ আশ্বিন) মঙ্গলবার
- মহাষষ্ঠী পড়েছে -৯ অক্টোবর (২২ আশ্বিন) বুধবার
- মহাসপ্তমী পড়েছে- ১০ অক্টোবর (২৩ আশ্বিন) বৃহস্পতিবার
- মহাষ্টমী পড়েছে - ১১ অক্টোবর (২৪ আশ্বিন) শুক্রবার
- মহানবমী পড়েছে- ১২ অক্টোবর (২৫ আশ্বিন) শনিবার
- মহাদশমী পড়েছে - ১২ অক্টোবর (২৫ আশ্বিন) শনিবার (এই বছর মহানবমী এবং দশমী পঞ্জিকা মতে একই দিনে)
দেবীর গমন:
এবার দেবীর ঘোটকে গমন। ফল— ছত্রভঙ্গ।
লক্ষ্মীপুজো:
২০২৪-এ লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর (২৯ আশ্বিন) বুধবার
কালীপুজো:
২০২৪-এ কালীপুজো পড়েছে ৩১ অক্টোবর (১৪ কার্ত্তিক) বৃহস্পতিবার
ভাইফোঁটা:
২০২৪-এ ভাইফোঁটা ৩ নভেম্বর (১৭ কার্ত্তিক) রবিবার
জগদ্ধাত্রী পূজা:
২০২৪-এ জগদ্ধাত্রী পূজা ১০ নভেম্বর (২৪ কার্ত্তিক) রবিবার
এই সময়ের গুরুত্বপূর্ণ পুজোর তারিখগুলি এখান থেকেই দেখে নিতে পারবেন। এবার সেই অনুযায়ী করে নিতে পারবেন পরিকল্পনা। উপরে দেওয়া তারিখগুলি সবই বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা মতে দেওয়া। মতভেদে তারিখ সামান্য এদিক ওদিক হতে পারে।