ভিকি কৌশল এবং সারা আলি খানের জুটিতে প্রথম ছবি। বেশ রমরমিয়েই চলছে জারা হটকে জারা বাঁচকে। আর প্রথম সপ্তাহান্তে প্রায় ২২.৫ কোটির ব্যবসা করতে সক্ষম হয়েছে ছবিখানা। শুক্রবার মুক্তির দিন এই সিনেমা ৫.৪৯ কোটির ব্যবসা করে। শনিবার আয় ছিল ৭.২০ কোটি। আর রবিবার ব্যবসা আরও বেড়ে হয় ৯.৯০ কোটি। সপ্তাহান্তে সব মিলিয়ে ছবির আয় পৌঁছে গিয়েছে ২২.৫৯ কোটিতে।
সোমবার চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করেছেন, 'জারা হটকে জারা বাঁচকে’ সপ্তাহান্তে সফল থেকে সফলতর হল। জাতীয় চেইনগুলি দুর্দান্ত, গণ পকেটগুলিও তাতে যোগ দিয়েছে। শুক্রবার ৫.৪৯ কোটি, শনিবার ৭.২০ কোটি, রবিবার ৯.৯০ কোটি। মোট ২২.৫৯ কোটি। ইন্ডিয়া বিজ।'
তরণ তাঁর টুইটে ছবিটির টিকিট বিক্রিতে দেওয়া বাই ওয়ান গেট ওয়ানের অফার সম্পর্কে কথা বলেছেন এবং শেহজাদা সিনেমাটির সঙ্গেও এটির তুলনা করেছেন। কার্তিক আরিয়ানের এই সিনেমাতেও একই অফার ছিল, কিন্তু বক্স অফিসে ভালো পারফর্ম করতে ব্যর্থ হয় ছবিটি। ২০২৩-এর ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল শেহজাদা।
তিনি টুইট করেছেন, ‘আসুন একটা জিনিস সহজ করে নেওয়া যাক… জারা হটকে জারা বাঁচকে সিনেমার দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে… অবশ্যই, বাই ওয়ান গেট ওয়ান [BOGO] ফ্রি টিকিট অফারটি তার ব্যবসাকে প্রয়োজনীয় ধাক্কা দিয়েছে। কিন্তু এই অফার শুধুমাত্র সিনেমাহলে দর্শকদের টেনে আনার জন্য দায়ী নয়…’
তরণ আরও বলেন, ‘যদি কোনো সিনেমা দর্শকদের প্রত্যাখ্যানের সম্মুখীন হয়, কোনও বড় ছাড়ই এটিকে বক্স অফিসে ডুবে যাওয়া থেকে উদ্ধার করতে পারে না। সেরকম হলে বাই ওয়ান গেট ওয়ান অফার দিয়ে কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননের শেহজাদা প্রথম দিনেই ধামাচাপা পড়ে যেত না…’
জারা হটকে জারা বাঁচকে পরিচালনা করেছেন লক্ষ্মণ উতরেকার এবং প্রযোজনা ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিওজের। এই সিনেমায় কপ্পু আর সৌম্যার চরিত্রে দেখা গিয়েছে ভিকি আর সারাকে। ইন্দোরের এক কমবয়সী দম্পতির চরিত্রে। সরকারি স্কিমে বাড়ি কিনতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে সেই প্ল্যান শেষেমেশ ভেস্তে যায়। শেষপর্যন্ত কপিল আর সৌম্যা কি চিরজীবনের মতো আলাদা হয়ে যাবে নাকি ফের স্বাভাবিক হবে তাঁদের সম্পর্ক?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )