Aahana Kumra: ‘ছোঁবেন না বলছি’, সেলফি তুলতে আসা অনুরাগীকে সতর্ক করেন, ঘটনায় মুখ খুললেন আহনা
1 মিনিটে পড়ুন Updated: 23 May 2023, 07:48 PM ISTসোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক অনুরাগীকে তিনি সেলফি তোলার অনুমতি দিলে তিনি ছবি তুলতে এগিয়ে আসেন। সেলফি তোলার সময় আহনা কুমরাকে স্পর্শ করে ছবি তুলতে যান, আর তাতেই চটে যান অভিনেত্রী। তৎক্ষণাৎ জানিয়ে দেন, 'স্পর্শ করবেন না' , ওই অনুরাগী অবশ্য তখনই হাত সরিয়ে দেন।
আহনা কুমরা