ফিফা বিশ্বকাপ ২০২২-এর ট্রফি উন্মোচনের পর থেকে নানা কারণে চর্চায় রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিশ্বকাপ সম্পর্কিত ইনস্টাগ্রামে একাধিক রিল ভিডিয়ো শেয়ার করে বলিউড সুন্দরী। সঙ্গীত প্রযোজক যশরাজ মুখুটে দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক ইনস্টাগ্রাম রিলকে নিয়ে একটি ভিডিয়ো রি-ক্রিয়েট করেছেন। গানে পরিণত হয়েছে সেই ভিডিয়ো।
নতুন ভিডিয়োতে যশরাজ বলেছেন, 'গতকাল দীপিকা পাড়ুকোন তাঁর প্রোফাইলে একটি রিল শেয়ার করেছিলেন। যেখানে তিনি ১০০ বিপিএম (প্রতি মিনিটে বিট) গতিতে কথা বলেছেন। আমি সেটাকে গানে পরিণত করেছি।'
আরও পড়ুন: 'সত্যিই আরামদায়ক', ফিফা বিশ্বকাপ ফাইনালের পোশাক সমালোচনার ফাঁকে অকপট দীপিকা
ক্লিপটিতে দীপিকাকে বলতে শোনা যায়, এই ইভেন্টের জন্য নির্বাচিত হওয়ায় তিনি নার্ভাস এবং একসঙ্গে কৃতজ্ঞ। অভিনেত্রীকে এক ধরণের ট্রফি ট্রাঙ্কে একটি ফুটবল এবং একটি অফিসিয়াল বইতে স্বাক্ষর করতে দেখা গিয়েছে। আরও বলেছেন, ‘আমার জন্য সত্যিই গর্বের মুহূর্ত।’ অভিনেত্রী জানিয়েছে, দোহায় এটাই প্রথম বিশ্বকাপ তাঁর।
সঙ্গীত এবং বিট সহ ভিডিয়োয় দীপিকাকে শোনা যায়, ‘এর কারুকাজ একে আরও সুন্দর করে তুলেছে।’ 'আরও সুন্দর' শব্দটি নিয়ে পুরো ভিডিয়ো জুড়ে বিট বাজিয়ে এবং পরিবর্তন করে তুলেছেন যশরাজ। পরের ভিডিয়োতে দীপিকা বলেছেন, 'আমি লুই ভিতোঁ পরেছি। এই বিশেষ পোশাকে ট্রফি উন্মোচন করব। পোশাকটি সত্যিই আরামদায়ক।’