কফি উইথ করণের আসন্ন এপিসোডে দেখা মিলবে ‘কবীর সিং’ জুটি শাহিদ-কিয়ারার। আর সেখানেই শাহিদকে নিয়ে বেশ কিছু রহস্য ফাঁস করবেন ‘প্রীতি' কিয়ারা। কবীর সিং-এর সেটে টানা ৮ ঘন্টা শাহিদ অপেক্ষা করিয়েছিলেন নায়িকাকে, এর জেরে মনে মনে শাহিদকে চড় মেরেছিলেন কিয়ারা। কিন্তু এত লম্বা অপেক্ষার কারণ কী? তার উত্তর নিজেই দিলেন অভিনেত্রী। আরও পড়ুন- ‘আমি ব্যক্তিগতভাবে স্বর্ণেন্দুর সঙ্গে কাজ করতে চাইছি না’,নিন্দকদের জবাব শ্রুতির
‘কবীর সিং’ মুক্তির পর থেকে এই ছবি নিয়ে যেমন বিতর্কের শেষ নেই, তেমনই শেষ নেই শাহিদ-কিয়ারার টানটান রসায়ন নিয়ে চর্চার। কিয়ারা ফাঁস করেন, , শাহিদ পরের দৃশ্য কী জুতো পরবেন, সেই নিয়েই চলছিল আলোচনা। আর এর জন্যই আট ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল কিয়ারাকে। চমকে গেলেন? না গল্প নয় এটা ঘোর বাস্তব! এই কথা শুনে অবাক হয়ে যান করণ জোহরও। কিয়ারার পক্ষ নিয়ে তিনি বলেন, এই কারণের জন্য ৮ ঘন্টা অপেক্ষা করতে হলে তিনিও কিয়ারার মতোই বিরক্ত হতেন। কিয়ারা বলেন, ‘শ্যুটিং-এ আমার তৃতীয় বা চতুর্থ দিন ছিল। আমাকে ৮ ঘন্টা অপেক্ষা করানো হয়েছিল, কারণ এটা নিয়ে আলোচনা চলছিল যে পরের দৃশ্যে শাহিদ কোন জুতো পরবে’। আরও পড়ুন-সুকেশের নয়, নিজের কামানো টাকার ফিক্সড ডিপোজিট, ইডির অভিযোগের জবাব জ্যাকলিনের
এই ঘটনায় যথেষ্ট বিরক্ত হয়েছিলেন কিয়ারা, অকপটে জানান- ‘নিজের মাথায় বেশ কয়েকবার ওকে চড়ও মেরেছিলাম।’ করণের অকপট স্বীকারোক্তি, ‘একদম ঠিক ভেবেছিলে’।