করণ জোহর থেকে শুরু করে বলিউডের বহু লোকজনের সঙ্গেই কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক বেশ তিক্ত। এবিষয়টি কমবেশি সকলেই জানেন। বিশেষ করে করণ জোহর-কঙ্গনার সম্পর্কের তিক্ততা কতখানি সেটা বারবারই প্রকাশ্যে এসেছে। বহুবার করণকে প্রকাশ্যেই আক্রমণ করেছেন কঙ্গনা। তবে এই তিক্ততা একদিনে হয়নি। কঙ্গনা জানিয়েছিলেন, 'কফি উইথ করণ'-এ ডেকে নিয়ে গিয়ে বারবার তাঁকে হেনস্থা করেছেন করণ। সম্প্রতি উঠে হয়েছে এমনই কিছু ভিডিয়ো।
'কফি উইথ করণ'-এর সিজন ৩-তে আমন্ত্রিত ছিলেন কঙ্গনা। সেবার তাঁর সঙ্গে অতিথি ছিলেন অনিল কাপুর, সঞ্জয় দত্তের মতো অভিনেতারা। তাঁদের সামনেই কঙ্গনাকে নানান কথায় অপদস্ত করতে দেখা যায় করণকে। কঙ্গনাকে প্রশ্ন করা হয়, তিনি কি নিজের যোগ্যতায় কাজ পেয়েছেন নাকি অন্যভাবে? প্রশ্ন করা হয় সুন্দর হতে তিনি প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন কিনা? সেসময় অনিল কাপুরকে দেখা যায়, করণ ঠিক কী বলতে চেয়েছেন, সেটি তিনি কঙ্গনাকে বুঝিয়ে দিচ্ছেন। এখানেই শেষ নয় কঙ্গনার উচ্চারণ নিয়েও তাঁকে খোঁচা দেওয়া হয়।
আরও পড়ুন-যমজ সন্তানের মা হয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরমান মালিকের প্রথম স্ত্রী