আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে গেছেন বলিউডের বিগত বছরের ডিভা ওয়াহিদা রেহমান, হেলেন এবং আশা পারেখ। ইনস্টাগ্রামে তাঁদের সঙ্গে বেড়াতে গিয়ে ছবি পোস্ট করেন ফ্যাশন ডিজাইনার ও রাজনীতিবিদ সাইনা এনসি। ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে জানিয়েছেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান্ডার উইমেনদের সঙ্গে, সময়ের সঙ্গে লাবণ্যতা’। সম্প্রতি এই তিন অভিনেত্রী ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স ডিওয়ানে’তে অংশগ্রহণ করেছিলেন তারকা অতিথি হিসেবে। শো-এর অন্যতম বিচারক মাধুরি দীক্ষিত নেনে। এই তিন আইকনিক অভিনেত্রীর সঙ্গে শো-তে তাঁদের জনপ্রিয় গানে নাচ করেছিলেন মাধুরি। নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে সেই ভিডিয়োই শেয়ার করেন অভিনেত্রী। ওয়াহিদা রহমানের সঙ্গে তাঁর জনপ্রিয় গান ‘পান খায়ে সাইয়ো হামারে’ ১৯৬৬ সালের তিসরি কসম ছবির গানে নাচতে দেখা যায় মাধুরিকে। হেলেনের ইনকার ছবি থেকে ‘মুঙ্গরা’ গানে নাচতে দেখা যায়। আশা পারেখ-এর সঙ্গে আন মিলো সাজনা ছবি থেকে ‘আচ্ছা তো হাম চালতে হে’ গানে নেচেছেন মাধুরি।