সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। কিন্তু তার মধ্যে কিছু ভিডিয়ো বা ছবি যেন আলাদা ভাবেই নজর কাড়ে। এটা যেন তেমনই। বিগত প্রায় এক দেড় মাস কেবলই আরজি কর নিয়ে নানা ভিডিয়ো, ছবি দেখা গিয়েছে। সেখানে এদিন এই ভিডিয়ো যেন একেবারেই অন্যরকম মন ভালো করে আবহ তৈরি করল।
আরও পড়ুন: শাহরুখ - প্রীতির ছবির মুকুটে নয়া পালক! স্ত্রী ২ -র দাপটের মাঝেই চুপিসারে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল বীর জারা
কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োতে?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি ট্রেনে বসে এসরাজ বাজাচ্ছেন। তাঁর যাঁরা সঙ্গী বা সহ যাত্রী আছেন তাঁরা চুপ করে তাঁর বাদ্যযন্ত্র শুনছেন। কেউ চোখ বন্ধ করে আছেন, কেউ জানলার বাইরে চোখ রেখেছেন, কেউ আবার গান গাইছেন। কোন গানের সুর বাজাচ্ছিলেন সেই শিল্পী? জীবন খাতার প্রতি পাতায়। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সেটা নিমেষে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: রণবিজয়ের 'ঘর ওয়াপসি'! রোডিজের সঞ্চালনার দায়িত্ব নিয়েই বললেন, ‘এটা কেবল একটা শো নয়, এটা আমার...’
এক ব্যক্তি লেখেন, 'আহা, ফেসবুককে যেন শুদ্ধ করল এই ভিডিয়োটি। মন প্রাণ ভরে উঠলো। ধন্যবাদ আপনাকে এতো ভালো একটি ভিডিও সবার সঙ্গে শেয়ার করার জন্য।' আরেকজন লেখেন, 'আমি lab এ gel electrophoresis চালিয়ে বসেছিলাম । ফেসবুক খুলতেই এটা দেখে এতো ভালো লাগলো ! আর আমার এতো প্রিয় গান ! কেঁদে দিলাম ল্যাবে বসে । খুব খুব খুব ভালো গো । আমার শুধু মনে হচ্ছে গুপী বাঘার মতো হাতে তালি বাজিয়ে ওখানে চলে যাই , গিয়ে বসি !' তৃতীয় জন লেখেন, 'এই ট্রেনের তো আমিও যাত্রী হতে পারতাম!' ইতিমধ্যেই কয়েক লক্ষ বার শোনা হয়েছে এই ভিডিয়ো। শেয়ার হয়েছে কয়েক হাজার বার।