সোশ্যাল মিডিয়ার সুবাদে পরোটা বেচে রাতারাতি ভাইরাল রাজুদা। '২০ টাকায় ৩টে পরোট, আনলিমিটেড তরকারি, একটা পিঁয়াজ আর কাঁচা লঙ্কা', শিয়ালদা কোলে মার্কেটের দোকানদার রাজুদার এই সংলাপ সোশ্যালে মাস কয়েক ধরেই ভাইরাল। এখন অবশ্য লাফিয়ে বেড়েছে পরোটার দাম। ভ্লগারদের উৎপাতে দোকানের ঠিকানাও বদলেছে রাজুদার। কিন্তু কাস্টমার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন তিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজুদার বেশকিছু ভিডিয়ো, সেখানে 'জেনারেটর দিদি' শ্রেয়া রায়ের সঙ্গে একফ্রেমে দেখা মিলেছে রাজুদার। দোকানদারি করছে রাজুদা, ওদিকে তাঁর সামনেই ভোজপুরী গানে উদ্দাম নাচছে ‘জেনারেটর মামণি’। শ্রেয়ার সেই রিল ভিডিয়ো দেখেছে প্রায় ৫৬ লাখ মানুষ। ভিডিয়োতে হাসিমুখেই দেখা গিয়েছিল রাজুদাকে। এর জেরে কম বিদ্রুপের মুখে পড়তে হয়নি রাজুদাকেও।
খাবার দোকানের সামনে এমন যৌনগন্ধী অঙ্গভঙ্গি করে নাচ করে ট্রোলড হয়েছেন শ্রেয়া, যদিও এই প্রতিক্রিয়া হামেশাই পান চলন্ত ট্রেনে স্বল্প পোশাকে নেচে ভাইরাল হওয়া এই কন্যে। কিন্তু বিবাহিত রাজুদার পক্ষে বিদ্রুপ হজম করা সহজ ছিল না, এবার সোজাসুজি শ্রেয়াকে কটাক্ষ করে বসলেন তিনি।
ভ্লগার মনোজিৎ সম্প্রতি একটি ভিডিয়ো আপলোড করেছেন, সেখানে তিনি রাজুদাকে সরাসরি প্রশ্ন করেন, ‘তোমার দোকানে সম্প্রতি জেনারেটর দিদি গিয়েছিল, তারপর তোমার ফিলিংস কেমন ছিল?’ সোজাসাপটা কথায় বিশ্বাসী রাজুদা দুম করে বলে ফেলেন, ‘ভালো নয়। একদম নিম্নমানের, আমি অন ক্যামেরা বলছি খুবই নিম্ন মেয়ে যাকে বলে। আমি দোকানদারি করছি, হঠাৎ করে নাচতে শুরু করে। ও খুব অন্যায় করেছে। আমার কাছে ওর জানাটা দরকার ছিল’।
ভিডিয়ো শ্যুট করার আগে, কিংবা রিল তৈরির আগে শ্রেয়া কোনওরকম অনুমতি নেয়নি রাজুদার। রেগেমেগে তিনি বলেন, 'ও গিয়েই শুরু করে দিয়েছে। এর জন্য আমি সাধারণ মানুষের কাছে কটূক্তি শুনেছি। এটা ঠিক করেনি। আমার কাছে ওর একবার শোনাটা (অনুমতি নেওয়া) উচিত ছিল'।