পরোটা বিক্রি করেও যে ভাইরাল হওয়া যায়, তার জলজ্যান্ত প্রমাণ রাজুদা। রাজুদার তেলছাড়া পরোটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। খ্যাতির বিড়ম্বনাও কম নয়, ফুড ভ্লগারদের জ্বালাতনে শিয়ালদার কোলে মার্কেটের যে জায়গায় পসরা সাজিয়ে রাজুদা পরোটা বিক্রি করতেন সেখান থেকে সরে যেতে হয়েছে। কিন্তু তাতেও রাজুদার পরোটা খেতে ভিড় কমেনি। আরও পড়ুন-দোকানে ফুড ভ্লগারদের নো-এন্ট্রি! ভাইরাল রাজুদা কি সত্যি তেল ছাড়া পরোটা বানায়?
রীতিমতো লাইন দিয়ে রাজুদার পরোটা খায় মানুষ। পরোটার দামও বেড়েছে, ২০ থেকে এখন ৩০! রাজুদার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাঁধ ভাঙা। ফেসবুক খুললেই তাঁর ভিডিয়ো। আর সেই জনপ্রিয়তায় ভর করেই এবার ছোটপর্দায় দেখা যাবে রাজুদাকে। রীতিমতো ভোলবদলে টিভির পর্দায় গুমার পরোটা বিক্রেতা। হলুদ পাঞ্জাবি আর মোদী কোটে রাজুদাকে চেনা দায়!
সম্প্রতি সান বাংলার গেম শো লাখ টাকার লক্ষ্মীলাভে হাজির হয়েছিলেন রাজুদা। সেই এপিসোডে শুধু রাজুদাই নন, দেখা যাবে আমেরিকান দাদা এবং অরুণদাকেও। অর্থাৎ পরোটার পাশাপাশি বিরিয়ানি আর খিচুড়ি বিক্রি করে ভাইরাল হওয়া দুই ব্যবসায়ীও থাকবেন সুদীপ্তা চক্রবর্তী সঞ্চালিত শো-এর আসলে। সঙ্গে তাঁদের বেটারহাফ অর্থাৎ ঘরের লক্ষ্মীরা। স্ত্রী অপর্ণার সঙ্গেই গেম শো-তে অংশ নিলেন রাজুদা। দুজনের পোশাকে রং মিলান্তি। হলুদ শাড়িতে ঝলমল করলেন রাজুদার স্ত্রী।
আমেরিকান দাদা অর্থাৎ দীপঙ্কর অধিকরী সেট থেকে সরাসরি আপটেড শেয়ার করেছেন। গত ১২ই ডিসেম্বর লাখ টাকার লক্ষ্মীলাভের শ্যুটিং সারেন রাজুদা, দীপঙ্কররা। শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে ছিলেন রাজুদা ও তাঁর স্ত্রী অপর্ণা। কিন্তু শেষ রাউন্ডে বাজিমাত করেন দীপঙ্কর ও তাঁর স্ত্রী। আমেরিকান দাদার কথায়, ‘কালকের দিনটা খুব মজা তে কাটিয়েছিলাম। আমরা জিতলেও হলেও প্রকৃতরূপে জয়ী ছিলো রাজু দা এবং অপর্ণা বৌদি’।

দীপঙ্কর ও তাঁর স্ত্রী জয়ীর মুকুট পরে জমিয়ে পোজ দিল। জয়ের চওড়া হাসি তাঁদের মুখে। শেষ রাউন্ড শুরুর আগে বেশ নার্ভাস হয়ে পড়েন রাজুদা। নিজের মুখেই সে কথা জানান। সঙ্গে জানাতে ভোলেননি, মানুষের ভালোবাসাতেই আজ তিনি এতদূর আসতে পেরেছেন।
শুধু রান্নাঘর সামলানো নয়, গোটা একটা পরিবারকে এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন দেখছে যে সকল সাহসিনীরা, যাদের সাধ আছে, কিন্তু সাধ্য নেই! তবু স্বপ্নের জাল বোনা থামেনি। তেমনই লড়াকু মহিলাদের সারা বাংলা থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে তাঁদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিচ্ছে সান বাংলার নতুন গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এই এপিসোডে অবশ্য বাংলার কিছু ভাইরাল দাদাদের সাফল্যের নেপথ্যে থাকা লক্ষ্মীদের কুর্নিশ জানালো সান বাংলা।