
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জীবনে চলার পথে আমরা কত কিছুর সাক্ষী থাকি তাই না? কত ছোট, তুচ্ছ ঘটনাও অনেক সময় আমাদের মনে ভালো লাগার আবেশ ছড়িয়ে দিয়ে যায়, মন ভালো করে দেয়। সোশ্যাল মিডিয়ায় আজকাল যেমন নানা ধরনের অর্থহীন, খারাপ জিনিস দেখা যায়, তেমনই এখানে নজরে পড়ে একাধিক ভালো লেখা বা ঘটনার।
লেজি হ্যাংলা বলে একটি ফুড ডেলিভারি সংস্থা বা বলা ভালো হোম ডেলিভারি সংস্থার পেজের তরফে এদিন একটি অদ্ভুত অথচ সুন্দর পোস্ট করা হয়। সেখানে সেই সংস্থার কর্ণধার সম্প্রতি এক অনন্য ঘটনার সাক্ষী হয়েছেন সেই কথাই তিনি তাঁর পোস্টে তুলে ধরেছেন। সেই ব্যক্তি জানান তিনি কিছুদিন আগে এক মহিলার থেকে ফোন পান। অন্যান্য পাঁচটা কাস্টমারের মতো তিনিও খাবার অর্ডার দেন। তবে একটাই পদ। আর সেটা হল পায়েস।
এই পোস্ট থেকেই জানা গেল সেই মহিলা ভীষণই অসুস্থ, এদিকে সেদিন তাঁর মেয়ের জন্মদিন। আর সন্তানকে জন্মদিনে মা পায়েস খাওয়াবে না তাই হয় কখনও? নিজে রান্না করতে পারেন না, এদিকে কাজের মেয়েটিও আসেনি সেদিন। অগত্যা তিনি লেজি হ্যাংলার স্মরণ নিলেন। তিনি জানান যে তাঁর মেয়ে এখান থেকে আগে খাবার নিয়েছে, সেখান থেকেই তিনি নম্বর পেলেন, কৌটোর উপর দেওয়া ছিল। মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য তিনি দুজনের মতো পায়েস চান। এদিকে সেদিন তো মেনুতে পায়েস নেই। আবার কেবল দুজনের জন্য পায়েস আলাদা কর বানানো ঝক্কি। তবে?
কোনও মায়ের অনুরোধ কেউ ফেলতে পারে? অগত্যা তিনি রাজি হন। লেজি হ্যাংলা কাজু, কিশমিশ দিয়ে বেড়ে রেঁধে দেয় সেই মহিলার মেয়ের জন্মদিনের পায়েস। পোস্টের শেষে তিনি লেখেন, ‘অতঃপর মেয়ের জন্যে সারপ্রাইজের হাঁড়ি চলল মায়ের কাছে। না এটা ২ প্লেট নয়। একটু বেশিই আছে। সে থাক, ক্ষতি নেইল। সব সময় লাভ লোকসানের হিসেব রাখলে চলেনা।’
বহু মানুষ তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ভীষণ ভালো লাগলো, এই মানবিকতা বজায় থাকুক, শুভেচ্ছা রইলো'। আরেকজন লেখেন, ‘ভগবান তোমাকে এর অনেক বেশি ফিরিয়ে দিন।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports