পাইস হোটেল চালিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন মমতা গঙ্গোপাধ্যায় ওরফে নন্দিনী দিদি। ডালহৌসির অফিস পাড়ায় ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া সুন্দরী নন্দিনীকে ভাতের হোটেল চালাতে দেখে চোখ আটকে গিয়েছিল এক ফুড ভ্লগারের। তাঁর ভিডিয়ো ভাইরাল হতেই, নন্দিনীর দোকানে জমতে থাকে ভিড়। অবশ্য দিদিও জানতেন, কীভাবে ধরে রাখতে হয় জনপ্রিয়তা। কখনও দোকানে আসা গ্রাহককে চড় মেরে, তো কখনও বাবার উপর অকথ্য ভাষায় চিৎকার করে আবার কখনও ইউটিউবারদের সঙ্গে বচসায় জড়িয়ে উঠে এসেছেন চর্চায়।
এখন তো তিনি সিনেমার নায়িকা। তিন সত্যি নামের একটি সিনেমাতে কাজ করছেন নন্দিনী। সেই ছবিতে রয়েছেন আবার সাবিত্রী চট্টোপাধ্যায়ও। সেট থেকে কদিন আগেই ছবি-ভিডিয়ো শেয়ার করে নিয়েছিলেন।
তবে নায়িকা হয়ে থেমে থাকলেন না। তারকা-খ্যাতি যে কতদূর পৌঁছেছে নন্দিনীর তা প্রমাণ করে দিল কলকাতার এক রেস্তোরাঁর চেইন- ডব্লিউ টিএফ! তাঁদের মধ্যমগ্রামে ব্রাঞ্চ উদ্বোধনে ডাক পড়ল তাঁর। দিদি তো আজকাল ইউটিউবারও। ঘুরতে গিয়ে, রেস্তোরাঁয় খেতে গিয়ে ভিডিয়ো করেন। এবার মধ্যমগ্রামে খোলা এই নতুন রেস্তোরাঁয় বসে দিলেন ফুড রিভিউ।
আরও পড়ুন: ‘তোমাদের দিদি এখন সিনেমায়!’, শ্যুটে নন্দিনী, কাজ করছেন উত্তম কুমারের নায়িকার সঙ্গে
ওই রেস্তোরাঁ থেকে নন্দিনী লাইভে এলেই চলে আসেন তাঁর ভক্তরা। সকলের মুখেই নন্দিনীর গুণগান। ‘তোমার ভিডিয়ো খুব ভালো লাগে’, ‘তুমি খুব ভালো’-র মতো নানা মন্তব্য পড়ে সেখানে।
‘তিন সত্যি’ সিনেমায় নন্দিনীর চরিত্রের নাম নিলাক্ষী। । যে পেশায় একজন লেখিকা। তবে এই গল্পে রয়েছে টানটান রহস্য। মিতিন মাসির পর এক মহিলা বাঙালি গোয়েন্দাকে পাবেন দর্শক। সঙ্গে সম্পর্কের নানা টানাপোড়েনও এই সিনেমার অন্যতম আকর্ষণ।
নিত্যনতুন চ্যালেঞ্জ নিয়ে চলেছেন নন্দিনী। ডালহৌসির পাইস হোটেল তো চালাচ্ছেনই, সঙ্গে নিয়ে চলেছেন নতুন নতুন চ্যালেঞ্জ। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এ এসে জানিয়েছিলেন পরিবার নানা রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর। রোগেভুগে তিনি নিজেও দীর্ঘদিন ছিলেন শয্যাশায়ী এক সময়। বাবার চাকরি চলে গেলে, আর্থিক সঙ্কটের মুখেও পড়তে হয় তাঁদের। তবে ধীরে ধীরে এখন সময় বদলাচ্ছে। ডালহৌসি ছাড়াও আরও কিছু জায়গায় পাইস হোটেল খোলার পরিকল্পনাও করেছেন। তালিকায় রয়েছে সাউথ কলকাতা, নিউ টাউন। সঙ্গে আবার চলতি বছরে বসবেন বিয়ের পিঁড়িতেও। নন্দিনীর প্রেমিকও হোটেলর মালিক, সিমলাতে রয়েছে তাঁর হোটেল।