চলতি বছরের প্রায় শুরু থেকেই বলি পাড়ার অন্দরে খবর ছড়িয়েছিল যে তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা নাকি চুপিসারে প্রেম করছেন। প্রাথমিক ভাবে মুখ না খুললেও তাঁরা তাঁদের সম্পর্কের কথা কিছুদিন আগেই মেনে নিয়েছেন। তাও এটা ঘটেছে ঠিক তাঁদের লেটেস্ট কাজ, ‘লাস্ট স্টোরিজ ২’ মুক্তি পাওয়ার একদম আগে আগে। এই সিরিজেই তাঁরা প্রথমবার একত্রে কাজ করলেন। নেটফ্লিক্সে সদ্যই মুক্তি পেয়েছে এই সিরিজ। সেখানে তাঁদের সুজয় ঘোষের বানানো অংশটায় দেখা গিয়েছে।
তবে এভাবে কাজ মুক্তির ঠিক আগে আগেই সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করার বিষয়টাকে অনেকেই বাঁকা নজরে দেখেছেন। তাঁদের মতে এটা সম্পূর্ণ ভাবে একটা গিমিক। ছবি প্রচারের জন্য তাঁরা এই কাজটি করেছেন। সম্প্রতি এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ বিজয় ভার্মা।
কিছুদিন আগে তামান্না বিজয়কে তাঁর ভালো থাকার ঠিকানা বলে জানান। এবার তার উত্তর বিজয় বলেন, তামান্না কেবল তাঁর ভালো থাকা নন। তিনি অভিনেত্রীকে পাগলের মতো ভালোবাসেন।
বিজয় GQ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'আশা করছি এটা এখন বেশ স্পষ্ট যে আমরা সত্যিই প্রেম করছি। আমি ভীষণ খুশি ওর সঙ্গে। প্রচণ্ড ভালোবাসি ওকে। আমি আমার ভিলেন যুগ শেষ করে এখন রোম্যান্সের যুগে ঢুকে পড়েছি।'
আরও পড়ুন: তামান্না-বিজয়ের কেমিস্ট্রিতে ঘুম উড়েছে ভক্তদের! বোল্ড লুকে উষ্ণতা ছড়াচ্ছেন বলিপাড়ার নয়া জুটি