বলিউড তারকাদের প্রায়ই অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটের পিছনে থাকা নানা গল্প ভাগ করে নেন। বিদ্যা বালনও সিনেমায় তাঁর প্রথম চুমু নিয়ে কথা বললেন এক সাক্ষাৎকারে। বিদ্যা জানান যে, সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর প্রথম অনস্ক্রিন চুমু ছিল। আর গোটা ব্যাপারটা যাতে সুষ্ঠভাবে করা যায় ক্যামেরার সামনে, যাতে অস্বস্তিতে না পড়ে যান বিদ্যা, সেই স্বাচ্ছন্দ্য এনে দিয়েছিলেন সঞ্জুবাবাই।
তবে চুমু খাওয়ার আরেক ঘটনাও ভাগ করে নেন বিদ্যা বালন। জানান কীভাবে এক অভিনেতাকে চুমু খেতে গিয়ে, মুখে থাকা রসুনের গন্ধে জেরবার হয়ে পড়েছিলেন। কাহিনি অভিনেত্রী জানান, শটের আগে ব্রেকে, এক অভিনেতা চাইনিজ খাবার খেয়ে, না দাঁত ব্রাশ করেই, এসে যান অন্তরঙ্গ দৃশ্যের শ্যুট করতে। দ্য হলিউড রিপোর্টারের সঙ্গে একান্ত কথোপকথনে বিদ্যা বালান প্রকাশ করেছেন যে, চুমু খাওয়ার সময় তিনি রীতিমতো রসুন, সয়া সসের গন্ধ পেয়েছিলেন।
বিদ্যা বালান বলেন, তিনি সেই সময় মনে মনে ভাবছিলেন, ‘এর কি কোনো গার্লফ্রেন্ড নেই?’ অভিনেত্রী আরও বলেন যে, তিনি তার সহ-অভিনেতাকে মিন্ট বা অন্য কোনো মুখশুদ্ধি অফার করেননি, কারণ তিনি ইন্ডাস্ট্রিতে নতুন এবং ভয় পেয়েছিলেন।
এই সাক্ষাৎকারের সময়তেই বিদ্যা বালান জানিয়েছিলেন যে, কীভাবে সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর প্রথম অনস্ক্রিন চুম্বন হয়েছিল। বিদ্যা জানান, তাঁকে স্বাচ্ছন্দ্যে রাখতে সঞ্জয় দত্ত ভোরবেলা শটের আগে তাঁর সঙ্গে দেখা করেন। জানান, তিনি খুব নার্ভাস হয়ে পড়েছেন। তিনি বিদ্যাকে জিজ্ঞাসা করেন দৃশ্যটি কীভাবে করা উচিত। বিদ্যা আরও জানান যে, ওই চুমুর দৃশ্যের শুটিংয়ের পর সঞ্জয় দত্ত তাঁর কাছে এসে বলেন, দৃশ্যটি ভালো হয়েছে। এরপর তাঁর কপালে চুমু খেয়ে সেখান থেকে চলে যান।