৯ ডিসেম্বর ২০২১, ঠিক দু'বছর আগে আজকের দিনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। রাজস্থানের বিলাসবহুল দুর্গে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে রূপকথার মতো বিয়ে সেরেছিলেন এই জুটি। দেখতে দেখতে দু'বছর পার। দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন স্ত্রী ক্যাটরিনার একটি অদেখা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন ভিকি।
ফ্লাইটে ভিভিআইপি সিটে বসে ক্যাটরিনা। অন্ধকার ফ্লাইট, রাতের বেলায় ক্যাটরিনার ফাইট দেখে ভাষা হারিয়েছেন ভিকি। প্লেনে বসেই হাওয়ায় ঘুষি চালাতে শুরু করেন ক্য়াটরিনা। বউয়ের কান্ড দেখে কী করবেন বুঝে উঠতে পারলেন না তিনি। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিকি। লিখলেন, ‘প্লেনে ইন লাইফ বিনোদন। সুন্দরী, তোমায় অনেক ভালোবাসা। সামনে আরও হাসি বিনোদন আসতে থাকুক’। আরও পড়ুন: কাপুর, খান বা বচ্চন নয়, বিনোদন জগতে সবথেকে ধনী পরিবারকে চেনেন, মোট সম্পত্তির পরিমাণ কত