ফের পর্দায় 'দুলহানিয়া' নিয়ে হাজির হচ্ছেন বরুণ ধাওয়ান। এবার আলিয়াকে সরিয়ে আসছেন জাহ্নবী কাপুর। 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' (২০১৪) এবং 'বদ্রিনাথ কি দুলহানিয়া' (২০১৭)-এর সাফল্যের পরে, বরুণ ধাওয়ান এবং শশাঙ্ক খৈতান ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। ছবির নাম 'সানি সংস্কারি কি তুলসি কুমারি'।
গত বছরের শেষেই শোনা গিয়েছিল দুলহানিয়া সিরিজের তিন নম্বর ছবি নিয়ে হাজির হচ্ছেন প্রযোজক করণ জোহর। এই জনপ্রিয় ফ্রাঞ্চাইসির সিরিজের তৃতীয় ভাগও পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। বৃহস্পতিবার স্ক্রিপ্টিং সেশনের এক ঝলক ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন বরুণ ধাওয়ান। হাম্পটি শর্মা, বদ্রীনাথের পর এবার বরুণ ধাওয়ান হচ্ছেন সানি সংস্কার। আর তাঁর কনে ‘তুলসী কুমারি’র চরিত্রে জাহ্নবী। আরও পড়ুন: গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক
বরুণের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা স্ক্রিপ্টের প্রথম পৃষ্ঠায় ছবিটির শিরোনাম, প্রোডাকশন হাউসের লোগো এবং পরিচালক শশাঙ্ক খৈতানের নাম রয়েছে। ছবির পাশাপাশি, বরুণ তার উত্তেজনা প্রকাশ করেছেন এবং লিখেছেন ‘একটি নতুন প্রিন্ট করা স্ক্রিপ্টের চেয়ে উত্তেজনাপূর্ণ আর কিছুই নেই’। শশাঙ্ক খৈতান রচিত ও পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর।