সম্প্রতি ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সহ অভিনেত্রীর সম্মানে সম্মানিত হয়েছেন দক্ষিণী অভিনেত্রী উর্বশী। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ত্রিস্ট্রো টমির ছবি ‘উল্লোঝুককু’ ছবিতে লীলাম্মার চরিত্রে অভিনয় করার জন্য এই পুরস্কার সম্মানিত হয়েছেন। কিন্তু জাতীয় পুরস্কার জেতার পরেও জুরি সদস্যদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী।
সম্প্রতি মনোরমা নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘অভিনয়ের কি কোনও মানদন্ড আছে? আমি যখন সেরা অভিনেত্রীর প্রতিযোগিতায় ছিলাম তখন কেন সহ সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হল আমায়? সেরা অভিনেত্রী হওয়ার জন্য কি কোনও নির্দিষ্ট বয়স লাগে?’
আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?
আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?
উর্বশী আরও বলেন, ‘এটা তো কোনও পেনশনের টাকা নয় যা নীরবে গ্রহণ করা হবে। এই সিদ্ধান্তগুলো কীসের ওপর ভিত্তি করে নেওয়া হয়? কোন নিয়ম অনুসরণ করে অভিনেতা-অভিনেত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়? কেন শুধু নাম ঘোষণা করা হয়, কেন পুরস্কার দেওয়া হল তা ঘোষণা করা কেন হয় না?’
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ পেল জোড়া জাতীয় সম্মান, বিতর্ক উঠতেই মুখ খুললেন আশুতোষ
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও জারি বিতর্ক, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, ২০০৬ সালে ‘আচুভিন্তে আম্মা’ ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জেতার পরেও ঊর্বশী প্রশ্ন তুলেছিলেন। তিনি তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপিকে এই গোটা ব্যাপারটি তদন্ত করার জন্য এবং মালায়ালাম সিনেমার ন্যায্য স্থানের পক্ষে কথা বলার জন্য অনুরোধ করেছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তালিকা ঘোষণা করা হয়। এই তালিকায় নাম থাকে শাহরুখ খান, বিক্রান্ত মাসে, রানি মুখোপাধ্যায়, করণ জোহরের নাম। অন্যদিকে এই বছর বাংলা ছবি ‘ডিপ ফ্রিজ’ জাতীয় পুরস্কার পুরস্কৃত হয়ে সকলকে চমকে দেয়।