আগামী মাস থেকেই শুরু হতে চলেছে এবারের কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ৩০ তম KIFF। আর এবারের এই চলচ্চিত্র উৎসবের শুরুটা হবে তপন সিংহকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর ছবি গল্প হলেও সত্যি দেখিয়ে। থাকছে আর কোন কোন চমক?
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধনধান্য অডিটরিয়ামে। অন্যান্য নেতাজি ইনডোর স্টেডিয়ামে হলেও এবার স্থান বদলানো হয়েছে। ৪ নভেম্বর সেখানেই বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবের প্রথম ছবি তপন সিংহের গল্প হলেও সত্যি। কিফের সাংবাদিক বৈঠক এদিন অর্থাৎ ২৯ নভেম্বর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে এদিন হাজির ছিলেন অরূপ বিশ্বাস, গৌতম ঘোষ, অর্জুন চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, প্রমুখ। এবারের চলচ্চিত্র উৎসবের ফেস্টিভ্যাল চেয়ারম্যান ও পরিচালক হলেন গৌতম ঘোষ।
২৪৫৯ টি ছবির মনোনয়ন জমা পড়েছে এবার প্রতিযোগিতা বিভাগে। ৩০টি শর্ট ফিল্ম এবং তথ্যচিত্র সহ ৪২টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি মনোনীত গিয়েছে এবার। এছাড়া এমন ১০৩টি ছবি দেখানো হবে যা কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি। কলকাতার ২০ টি জায়গায় ১৭৫টি সিনেমাগুলো দেখানো হবে। ক্লোজিং সেরিমনি ১১ ডিসেম্বর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হবে।
এবারের কিফে একাধিক সিনেমা ব্যক্তিত্বকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে তাঁদের জন্ম শতবর্ষে। আর এঁরা হলেন, তপন সিংহ, মার্সেল্লো মাস্ত্রোইয়ান্নি, মার্লন ব্র্যান্ডো,হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, সেরগেই পারাজানভ, আক্কিনেনি নাগেশ্বর রাও, মোহম্মদ রাফি, মদন মোহন, প্রমুখকে। এছাড়াও শ্রদ্ধাঞ্জলি জানানো হবে অনুপকুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী, মনোজ মিত্র, প্রমুখকে।
আরও পড়ুন: একই রিয়েলিটি শো থেকে জয়তী-শুভমিতা বিজয়ী হয়ে খ্যাতি পেলেও, কেন লাইমলাইট থেকে দূরে, জানালেন মানসী