জগন্নাথের রথের রশিতে টান পড়েছে। আর রথের দিন কাটলেই দুর্গাপুজোর বাদ্যি বেজে যায়। আর প্রতিবছরই নিয়ম মেনে রথের দিনই টেলি অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের বাড়িতে দুর্গাপুজোর কাঠামো পুজো হয়। ত্বরিতার দেশের বাড়ির দুর্গাপুজো ৩৫০ বছরের পুরনো। আর এবার নিজের দেশের বাড়ির কাঠামো পুজো উপলক্ষ্যে গ্রামের বাড়িতে গিয়েছিলেন ত্বরিতা। তাঁর সঙ্গে গিয়েছিলেন ত্বরিতার অভিনেতা স্বামী সৌরভ বন্দ্যোপাধ্যায়। মৃৎশিল্পীর সঙ্গে মিলে সেই কাঠামোতে মাটি দেন সৌরভও।
কিন্তু ত্বরিতা চট্টোপাধ্যায়ের এই গ্রামের বাড়িটি কোথায়?
হুগলির কামারপুকুরের তাজপুরে রয়েছে ত্বরিতা চট্টোপাধ্যায়ের এই গ্রামের বাড়ি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যেখানে রয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের পৈতৃক ভিটে, সেই গ্রামের থেকে ১০ মিনিট দূরত্বে অবস্থিত তাজপুর গ্রামের মেয়ে ত্বরিতা। তাঁর সেই বাড়িতে দুর্গাপুজোর ইতিহাস ৩৫০ বছরের পুরনো। এবার স্ত্রী ত্বরিতার বাড়ির কাঠামোপুজোর কিছু ঝলক লেন্সবন্দি করেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। তারই কিছু ঝলক ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৌরভ। যে ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দ্দিনীর স্তোত্রপাঠ।
ভিডিয়োতে সেখানে দেখা ত্বরিতার বাড়ির ঠাকুর দালান। সেখানেই আয়োজন করা হয়েছিল কাঠামোপুজোর। ঠাকুরদালানের সামনে ফলকে লেখা ত্বরিতার দাদু বগলাপতি চট্টোপাধ্যায়, বাবা রমাপ্রসাদ চট্টোপাধ্যায়ের দুই মেয়ে রিলিনা ও ত্বরিতার নাম।