নির্দিষ্ট দিনে শুভক্ষণে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী করিশ্মা তন্না ও বরুণ বঙ্গেরা। রিয়েল এস্টেট বিজনেসম্যানকেই নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন হিন্দি টেলিভিশন দুনিয়ার এই নামী অভিনেত্রী। এদিন গোলাপি লেহেঙ্গাতে সেজেছিল বরুণের দুলহানিয়া, সঙ্গে ছিল কুন্দনের গহনা। করিশ্মার পোশাকের সঙ্গে সাযুজ্য রেখেই সাদা শেরওয়ানিতে ধরা দিলেন বরুণ। বিয়ের অফিসিয়্যাল ছবি এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী, তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল করিশ্মা-বরুণের বিয়ের একগুচ্ছ ছবি। গোধূলি লগ্নে বিয়ে সারলেন এই প্রেমিক জুটি, একদম কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ে সারলেন তাঁরা। আরব সাগরের তীরে বসেছিল এই রূপকথার বিয়ের আসর। একটি ভিডিয়োতে বরুণকে করিশ্মার সিঁথি সিঁদুরে রাঙাতে দেখা গেল। সিঁদুরদানের সময় চারিদিকে দেখা মিলল আলোর রোশানাইয়ের। উলুধ্বনি আর মন্ত্রপাঠে মায়াবী পরিবেশ ধরা পড়ল ক্যামেরায়। গত বছর নভেম্বরেই বরুণের সঙ্গে বাগদান সেরেছিলেন করিশ্মা। তখনই স্পষ্ট হয়েগিয়েছিল খুব শিগগির তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। জানা গিয়েছে, গুজরাতি আর দক্ষিণ ভারতীয় দুই রীতি মেনেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে করিশ্মা-বরুণের প্রাক-বিয়ের অনুষ্ঠান। গায়ে হলুদ, সংগীত-মেহেন্দি শেষে শনিবার সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা।