
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
আপাতত প্রেক্ষাগৃহে বেশ রমরমিয়ে চলছে শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের গৃহপ্রবেশ। যদিও বাংলার বহু দর্শক মুখিয়ে অপেক্ষা করে আছেন ধূমকেতু-র জন্য। ২০১৫-র অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব- শুভশ্রী অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটির। মাঝে প্রায় ১০টা বছর কেটে গিয়েছে। এর মাঝে একসঙ্গে কোনো কাজও করেননি দেব-শুভশ্রী। একসময় তাঁদের রোম্যান্স ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। প্রেমভাঙার পরেই আসলে ধূমকেতু-তে কাজ করতে রাজি হয়েছিলেন তাঁরা। যার অন্যতম কারণ ছিল এর গল্প। তবে নানা জটিলতায় তা আটকে যায়। তবে সব বাধা কাটিয়ে, আগামী ১৪ অগস্ট মুক্তি পাবে এই সিনেমা।
যদিও শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে তাঁর সাক্ষাৎকারগুলিতে সেভাবে ধূমকেতু নিয়ে কথা বলেননি। যার কারণও স্পষ্ট। গৃহপ্রবেশ সিনেমাই তাঁর কাছে এখন টপ প্রায়োরিটি। আর ধূমকেতুর মুক্তির বাকি মাস দেড়। ফলে পরেও সময় আছে প্রচারের। তবে তাঁর বলা একটি কথা খুব ভাইরাল। এমনকী, দেব-শুভশ্রী ভক্তরা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন তা নিয়ে। এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতে শোনা যায়, ধূমকেতু এখন দর্শক কতটা নিতে পারবেন তা নিয়ে তিনি সন্দিহান! আর নায়িকার মুখে এমন কথা শুনে, তাঁর অনুরাগীরাই প্রশ্ন তুলছেন, ‘তাহলে কি একসময়ের সুপারহিট, চার্মিং দেব-শুভশ্রীর জুটির উপর আস্থা হারাচ্ছেন তিনি নিজেই?’
শুভশ্রী নিজেই দিলেন এর জবাব। এক সাক্ষাৎকারে আজতক বাংলাকে বললেন, ‘এটা আসলে ভুলভাবে সামনে এসেছে। আমি কখনোই বলিনি যে আমাদের চার্ম এত বছর পর নষ্ট হয়ে গেছে। আমি শুধু নিজের কথা বলেছিলাম। যেই সময় ওই ছবিটা করেছিলাম, তখনের আমি আর আজকের আমির মধ্যে অনেক পার্থক্য। একজন অভিনেত্রী হিসেবে আমি অনেকখানি বদলে গিয়েছি। মানুষ আবার ওই শুভশ্রীকে দেখে কী বলবে, তা আমি জানি না। আমি কিন্তু আমাদের জুটি (দেব-শুভশ্রী) নিয়ে কোনো কথা বলিনি। মানুষ ধূমকেতু নিয়ে এতদিন অনেক প্রশ্ন করেছে, বারবার করেছে। জানতে চেয়েছে কবে আসছে। তাদের উত্তর আমি দিয়ে দিয়েছি, ১৪ অগস্ট আসছে। এবার আমরা উত্তেজিত এটা দেখতে, যে তাঁরা ধূমকেতুকে কতটা ভালোবাসা দেয়।’
৳7,777 IPL 2025 Sports Bonus