এই তো কয়েকদিন আগে পাহাড় থেকে শ্যুটিং করে ফিরেছে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের টিম। ঠিকঠাকই এগোচ্ছিল ধারাবাহিকের শ্যুটিং। হঠাৎ-ই বিপত্তি, পায়ের পাতায় প্লাস্টার জড়িয়ে বসে আছেন, ধারাবাাহিকের 'সূর্য' ওরফে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। শনিবার দিব্যজ্যোতি নিয়েই সোশ্যাল মিডিয়ায় পায়ে প্লাস্টার জড়ানো ছবি পোস্ট করেছেন। লিখেছেন 'জীবন সুন্দর, তাই হাসতে ভুলবেন না।'
কিন্তু হঠাৎ কী করে এমন কাণ্ড ঘটালেন অভিনেতা? খোঁজ নিয়ে জানা গেল নাচের ক্লাসে ওয়ার্ম আপের সময় পায়ের পাতায় চিড় ধরেছেন দিব্যজ্যোতি দত্তের। তাঁর কথায়, হঠাৎ কীভাবে ঘটল বুঝতে পারেননি, তবে ব্যাথা রয়েছে বেশ। তবে এরপরেও ছুটি পাননি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। পায়ে প্লাস্টার নিয়েই শ্য়ুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। ছুটি বলতে শুধু প্রতিমাসের দ্বিতীয় রবিবার। তাই কী আর করা যাবে মেগা সিরিয়ালে চাপ থাকেই।
আরও পড়ুন-বাবা মাত্র ৯ বছর বয়সে লোকের বাড়িতে কাজ করতেন, বলতে লজ্জা পাই না: সুনীল শেট্টি
আরও পড়ুন-আদিলের জন্য ধর্ম বদলেছেন, রোজার পর ইফতার পার্টি করলেন ফতিমা ওরফে রাখি সাওয়ান্ত
আরও পড়ুন-'জানি অকারণ'-এ প্রেমে ডুবে আবির-ঋতাভরী, টলিপাড়া মজে নতুন জুটির প্রেমের চর্চায়..