ভোটের বাজার আসতেই যেন ধাক্কা খেল বাংলা ধারাবাহিকের টিআরপি। টিআরপি-র তালিকায় বড় রদবদল চোখে পড়ল চলতি সপ্তাহে। নতুন বেঙ্গল টপার তো পেলই দর্শক, সঙ্গে এই সপ্তাহে সব ধারাবাহিকের রেটিংই যেন নিম্নগামী। গত ২ সপ্তাহ ধরে পয়লা নম্বরে ছিল নিম ফুলের মধু। তবে এবারে সোজা নেমে এল দু নম্বরে। একসময়ের টানা টিআরপি টপার জগদ্ধাত্রী নামল ৩ নম্বের। তাহলে টপার কে? উচ্চস্থানে ফুলকি (৮.০)। রোহিতের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠায় যেভাবে ঝাঁপিয়ে পড়েছে ফুলকি, যেভাবে দুজনের মনেই ধীরে ধীরে জমছে প্রেমের আগুন, তাতে দর্শকদের আগ্রহও বাড়ছে। .১ নম্বরের জন্য দ্বিতীয় হয়েছে নিম ফুলের মধু (৭.৯)। ধারাবাহিকে দেখানো হচ্ছে পর্ণা আর সৃজনের সন্তান আসছে। আর বাবুর মা ভেবেই নিয়েছে নাতি হবে। দত্ত বাড়িতে মেয়ে এলে যে কী খেল হবে, তা এখন থেকে ভেবেই মজা পাচ্ছে দর্শক! আর এই দুটি ধারাবাহিকের চাপে, একটু যেন পিছিয়েই পড়ল জগ্ধাত্রী (৭.৮)চলতি সপ্তাহে প্রথম টিআরপি এল যোগমায়া আর বঁধুয়া-র। বঁধুয়া ফুলকিকে টক্কর দিয়েও তুলল ৫.২। তবে যোগমায়া একটু ঠান্ডা, নম্বর উঠেছে ৪.২। প্রতিপক্ষ তোমাদের রাণীর নম্বর ৫.১।দেখে নিন টিআরপি-র সেরা ১০-এর তালিকা:প্রথম: ফুলকি ৮.০দ্বিতীয়: নিম ফুলের মধু ৭.৯তৃতীয়: জগদ্ধাত্রী ৭.৮চতুর্থ: গীতা এলএলবি ৭.৭পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে ৭.০ষষ্ঠ: কথা ৬.৯সপ্তম: কার কাছে কই মনের কথা ৬.৪অষ্টম: অনুরাগের ছোঁয়া ৬.২নবম: আলোর কোলে ৫.৭দশম: বঁধুয়া/ জল থই থই ভালোবাসা ৫.২চার ও পাঁচ নম্বর স্থান ধরে রেখেছে গীতা এলএলবি ও কোন গোপনে মন ভেসেছে। দুটো ধারাবাহিকই ধীরে ধীরে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। ফল ভালো করছে আজকাল কথাও। ৬.৯ নম্বর পেয়ে এবার তা ষষ্ঠ নম্বরে। আপাতত বড় টুইস্ট আসতে চলেছে কার কাছে কই মনের কথা-তে। দেখা যাবে শিমুল আবার বিয়ে করবে পরাগকে। পরাগের মধ্যে আসা বদল একটু একটু করে তাঁর মনকে নরম করছে। শতদ্রু কি মেনে নিতে পারবে? নাকি দ্বিতীয় বিয়ে পরাগ আর শিমুলের হলেও, তৃতীয় বিয়েতে পরামগ মরে গেলে এক হবে শতদ্রু-শিমুল। আপাতত নানা জল্পনা-কল্পনা দর্শকরে। আরসেই উত্তেজনাই ধরে রাখছে টিআরপি-র নম্বর।