‘অ্য়ানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের শয্যাসঙ্গী হয়ে চর্চায় উঠে আসেন তৃপ্তি দিমরি। রণবীরের সঙ্গে সঙ্গমের দৃশ্যে অভিনয়ের জেরে ‘ভাবি ২’ রাতারাতি জনপ্রিয়তা পান। এবার মেরে মেহবুব-এ তৃপ্তি দিমরির কামুক নাচ ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল। নায়িকা তুমুল সমালোচনার সম্মুখীন হয়েছে, কেউ কেউ এটিকে কৌতুকপূর্ণ বলেছেন, আবার অনেকের চোখে এটি বিব্রতকর এবং অশ্লীল ঠেকেছে। শুধু নেটিজেনরা নয়, তৃপ্তির নাচ নিয়ে ট্রোল করা একটি পোস্টে লাইক দিয়ে শাহরুখ-পত্নীও বুঝিয়ে দেন তাঁর মোটে ভালো লাগেনি এই নাচ।
এই বিতর্ক নিয় অবশেষে নীরবতা ভাঙলেন তৃপ্তি দিমরি। নায়িকা স্বীকার করেছেন যে তিনি দর্শকদের কাছ থেকে এহেন নেতিবাচক প্রতিক্রিয়া আশা করেননি। আরও পড়ুন: তৃপ্তি এখন শুধুই যৌনতার প্রতীক? ভাবি ২-র অশ্লীল নাচ ঘিরে নিন্দার ঝড় নেটপাড়ায়
এক সাক্ষাৎকারে, তৃপ্তিকে এই গানের হুকস্টেপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যা অনেকের চোখেই অস্বস্তিকর এবং যৌনগন্ধী ঠেকেছে। তৃপ্তি জবাবে বলেন, ‘আসলে তা নয়... একজন অভিনেতা হিসেবে আমি ভিন্ন কিছু করার চেষ্টা করি। আগে ভাবতাম, অভিনেতা হতে গেলে শুধু অভিনয় জানতে হবে। যখন সবকিছু সত্যি হয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে যখন আপনাকে কোনও ব়্যাম্প শোয়ের প্রস্তাব দেওয়া হয়, তখন আপনার সঠিকভাবে (মার্জার সরণীতে) হাঁটতে জানা উচিত, যখন আপনাকে একটি নাচের প্রস্তাব দেওয়া হয়, তখন আপনার ভাল নাচ কীভাবে হয় তা জানা উচিত। তাই সব চেষ্টাই করতে হবে। আমি হয়তো সব বিষয়ে ভালো নই, কিন্তু চেষ্টা করতে দোষ কি? নিজের সেরাটা দিতে হবে।’