এটাই প্রথম নয়। আগেও একবার রটে গিয়েছিল যে বিচ্ছেদের পথে হাঁটছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। আবারও সেই জল্পনা মাথাচাড়া দিয়েছে। তাঁরা নাকি চুক্তির বিয়ে করেছেন। এবার এই গোটা বিষয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।
বিয়ে ভাঙার গুঞ্জন নিয়ে কী জানালেন তৃণা?
তৃণা সাহা এদিন টিভি ৯ বাংলার কাছে তাঁদের বিয়ে ভাঙার গুজব নিয়ে মুখ খুলেছেন। স্পষ্ট করেছেন যা রটেছে সবটাই নিছক গুঞ্জন। তাঁরা একসঙ্গেই আছেন বহাল তবিয়তে। অভিনেত্রীর কথায়, 'আমার নতুন ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়েছে। তার মধ্যে বারবার এই সংক্রান্ত ফোন আসায় খুব সমস্যায় পড়ছি।' আগামী সোমবার থেকে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিক শুরু হচ্ছে স্টার জলসার পর্দায়। সেখানেই মুখ্য মহিলা চরিত্রে দেখা যাবে তাঁকে। ফলে সেই নতুন ধারাবাহিকের কাজ নিয়েই তিনি এখন ব্যস্ত। আর তার মধ্যে এমন গুঞ্জন রটায় যারপরনাই বিরক্ত অভিনেত্রী।
অন্যদিকে একই সুর শোনা যায় তাঁর বেটার হাফ নীলের গলায়। অভিনেতাও উক্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমরা তো কই বলিনি যে আমাদের বিয়েতে সমস্যা হচ্ছে। অথচ সেটা নিয়ে খবর হয়ে গিয়েছে। এই খবরের কোনও সত্যতা নেই সেটা জানিয়ে দিলাম।' তিনি এদিন পাল্টা প্রশ্ন করে জানতে চান এই 'চুক্তির বিয়ে' বিষয়টা কী? নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার নাকি চুক্তির বিয়ে, সেটাই ভাঙছে, এই জল্পনা রটেছে। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমাদের নাকি চুক্তির বিয়ে, সেটাই ভাঙছে। চুক্তির বিয়ে বিষয়টা কী?'
ফলে নীল এবং তৃণার যে বিচ্ছেদ হচ্ছে না সেটা স্পষ্ট। উল্টে শ্যুটিং ফ্লোর থেকেই তৃণা নীলের খোঁজ রাখছেন। তবে কেন তাঁদের ডিভোর্সের গুঞ্জন রটে? বিগত বেশ কিছু পার্টিতে তাঁরা নিজেদের ব্যক্তিগত কাজের জন্য পৌঁছতে পারেননি। তাই। এছাড়া একসঙ্গে নাকি থাকছেনও না তাঁরা। কিন্তু বিয়ে করলে সবসময় একসঙ্গে থাকতে হবে এমনটা তো নয়। আলাদা থাকলেই যে বিচ্ছেদ হচ্ছে সেই ভাবনা যে ভুল সেটা এদিন বুঝিয়ে দেন এই তারকা জুটি।
আরও পড়ুন: ময়ূরীর পর এবার নতুন শুরু দেয়াশিনীর! কনসার্ট আপডেট দিয়ে কী জানালেন সারেগামাপার এবারের বিজয়ী?
আরও পড়ুন: 'সিলবেল্ট বেঁধে নিন', দেবের সঙ্গে ছবি দেওয়ার পরই ফের ইঙ্গিতবহ বার্তা রাণার! ধূমকেতুর মুক্তির দিন জানালেন?
প্রসঙ্গত চার বছর সাতপাকে বাঁধা পড়েছেন নীল এবং তৃণা। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। যদিও তাঁদের বিয়ে ছয় মাস পরেই একবার ফিসফাস শোনা গিয়েছিল যে তাঁদের দাম্পত্য জীবনে নাকি সমস্যা দেখা দিয়েছে। যদিও সেটা যে জল্পনা ছিল সেটা সময় বুঝিয়েছে। এই বিষয়ে এটা জানিয়ে রাখা ভালো, বিনোদন জগতে আসার আগে থেকেই নীল এবং তৃণা কিন্তু একে অন্যের পরিচিত। তাঁরা এক কোচিং সেন্টারে পড়তেন।