টলিপাড়ার জনপ্রিয় জুটি ছিলেন সুরভী-সুমন। তবে ভেঙে গেল তা, বিয়ের দিনক্ষণও ছিল পাকা। সুমনকে অন্য মেয়ের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন সুরভী।
সুরভী-সুমন।
দিনকয়েক আগেই ঘটা করে দিদি নম্বর ১-এর মঞ্চে দাঁড়িয়ে বিয়ের কথা বলেছিলেন টলিপাড়ার অভিনেত্রী সুরভী সান্যাল। কো-স্টার, অভিনেতা সুমন দে-র সঙ্গে তাঁর সম্পর্কে দিয়েছিলেন শিলমোহর। কিন্তু ঘটে গেল অঘটন। হবু স্বামীকে অন্য মেয়ের সঙ্গে হাতেনাতে ধরে ফেললেন সুরভী। নিজেই সেকথা জানালেন সংবাদমাধ্যমে।
বছরখানেক ধরে প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সুরভী-সুমন। দু’জনেই উত্তরবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা। কলকাতায় চলছিল লিভ ইন। দুই পরিবারের তরফে বিয়ের কথাও হয়ে গিয়েছিল। ২০২৩-এর শেষে বা ২০২৪-এর শুরুতেই হওয়ার কথা ছিল শুভকাজ। তবে বিয়ে ভাঙল জানুয়ারিতে। ফ্ল্যাটে সুমনকে অন্য মহিলার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন সুরভী। তারপরই এই সিদ্ধান্ত। আরও পড়ুন: ‘আরে ও খুব লাজুক!’, জনকে নিয়ে ওঠা বিতর্কে সরব শাহরুখ, ‘আমাকে ঘুষি মারা…’
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দুজনে একসঙ্গে করতেন রিল শেয়ার। যা বেশ ভাইরালও হত। বিচ্ছেদ প্রসঙ্গে সুরভী মিডিয়ায় জানিয়েছেন, ‘প্রায় এক মাস ধরে আমার আর সুমনের যোগাযোগ নেই। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন ওকে ওর ফ্ল্যাটে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরে ফেলি। আমি ভাবতে পারছি না ও আমাকে এভাবে ঠকাল। দিদি নম্বর ১-এ নিজেদের সম্পর্কের কথা, বিয়ের কথা সামনে এনেছিলাম সকলের। আমাদের মধ্যবিত্ত পরিবার। রাস্তাঘাটে মা-বাবাকে এখন কথা শুনতে হচ্ছে। ওটার জন্য বেশি খারাপ লাগছে।’ আরও পড়ুন: সিগারেট খাচ্ছে ‘কালী’! পরিচালককে গ্রেফতার করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের