ভোটের আগে প্রচার চালাতে কোনও প্রচেষ্টাই ছাড়ছে না রাজনৈতিক দলগুলি। এরই মাঝে আসানসোলের কয়লাখনি এলাকায় অভিনব পন্থায় প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার খনি এলাকায় দেখানো হচ্ছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা অভিনীত 'কালকা' ছবিটি। যে ছবির বিষয়বস্ত হল ঝাড়খণ্ডে চাষানালা কোলিয়ারির দুর্ঘটনা। যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বহু মানুষের।
এদিকে তৃণমূলের এহেন প্রচারে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে বিজেপি। যদিও আবার তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। জানা যাচ্ছে, ২৯ এপ্রিল, সোমবার সন্ধ্যেয় বেলবাঁধ, পোরশিয়া, বাঁশরা এলাকায় বিশাল স্ক্রিন টাঙিয়ে তৃণমূলের তরফে সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়। তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে শিবম কোনার ও মাধব দাস সিনেমা দেখানোর ব্যবস্থা করেন।
আরও পড়ুন-‘ভোট শেষ হতেই ফুড়ুৎ, এ কেমন প্রার্থী!’ কংগ্রেসের আক্রমণে জবাব দিলেন পর্দার রাম অরুণ গোভিল
আনন্দবাজারকে শিবম কোনার বলেন, শত্রুঘ্ন সিনহার যে 'কালকা' ছবিটি দেখানো হয়েছে তাতে ঝাড়খণ্ডের চাষানালা খনির দুর্ঘটনার কথা তুলে ধরা হয়েছে। তৃণমূলের দাবি, এছবির হাত ধরে আসানসোলের কোলিয়ারি এলাকায় মানুষের সাড়া পাচ্ছেন তাঁরা। স্থানীয়দের একজন বলেন, বহু পুরনো এই সিনেমা হলেও পর্দায় এই ছবি দেখতে বেশ ভালো লেগেছে। আরও একজনের কথায়, ‘পরিবারের সকলে মিলে আমরা এই ছবি দেখেছি, তাতে অভিনয় করেছেন আমাদের এখানকার সাংসদ।’