বাংলা নিউজ > বায়োস্কোপ > Tiger 3 Global Collection: টুকটুক করে ৩৭৫ কোটির গণ্ডি পার 'টাইগার ৩'-এর, আটদিনে বিশ্বজুড়ে কত আয় করল সলমনের ছবি?
পরবর্তী খবর
Tiger 3 Global Collection: টুকটুক করে ৩৭৫ কোটির গণ্ডি পার 'টাইগার ৩'-এর, আটদিনে বিশ্বজুড়ে কত আয় করল সলমনের ছবি?
1 মিনিটে পড়ুন Updated: 20 Nov 2023, 05:45 PM ISTSubhasmita Kanji
Tiger 3 Global Collection: টাইগার ৩ এর আয় বৃদ্ধির গতি কমলেও মোটের উপর ভালোই লক্ষ্মী লাভ হচ্ছে এই ছবির। ৮ দিনে বিশ্বজুড়ে ৩৭৬ কোটি টাকা আয় করল সলমন খানের ছবি।
৮ দিনে বিশ্বজুড়ে ৩৭৬ কোটি আয় করল সলমনের ছবি
গত ১২ নভেম্বর মুক্তি পেয়েছে টাইগার ৩। দীপাবলির সময় মুক্তি পাওয়া সত্বেও তরতরিয়ে বেড়ে চলেছে সলমন খানের ছবির আয়। তবে বিশ্বকাপের আবহে খানিকটা শ্লথ হয়েছে এই ছবির আয়ের গতি। ৮ দিনে বিশ্বজুড়ে ৩৭৬ কোটি টাকা আয় করল এই ছবি।
বিশ্বজুড়ে কত আয় করল টাইগার ৩?
টাইগার ৩ মুক্তি পেয়েছে ১২ নভেম্বর। একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে বিশ্বকাপের আবহ সবটা মিলিয়ে আয়ের গতি খানিক শ্লথ হলেও টাইগার ৩ মোটের উপর বেশ ভালোই ব্যবসা করে চলেছে। এবার এদিন যশরাজ ফিল্মসের তরফে প্রকাশ্যে আনা হল সলমনের ছবির রিপোর্ট কার্ড।
যশরাজ ফিল্মসের তরফে টুইট করে জানানো হয়েছে টাইগার ৩ মাত্র আটদিনে এই ছবি বিশ্বজুড়ে ৩৭৬ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে ভারতীয় বক্স অফিস থেকে এসেছে ২৮০ কোটি টাকা। দেশের বাইরে ৯৬ কোটি তুলেছে।
এই হিসেব দিয়ে যশরাজ ফিল্মসের তরফে জানানো হয়, 'টাইগার ৩ এখনও সবার মন জিতে চলেছে। অ্যাকশনে ভরপুর ছবি সবার মনে রাজ করছে। টাইগার ৩ দেখুন আপনার বাড়ির কাছের হলে।'