মনটা বেজায় খারাপ রুক্মিণী মৈত্রের। কিন্তু কেন? বলিউডে তাঁর অভিষেক হতে চলেছে। ‘সনক’-এ বিদ্যুতের জামালের বিপরীতে তাঁকে দেখা যাবে। এখন তো তাঁর খোশমেজাজে থাকার কথা। কিন্তু তাঁর মন খারাপের কারণ কী? আসলে রুক্মিণীর জীবনে একটা আক্ষেপ রয়ে গিয়ছে। জানেন কি, অভিনেত্রীর আক্ষেপটা কী নিয়ে?রুক্মিণী নাকি ভাল সেলফি তুলতে পারেন না। সেলফি তুলতে গেলেই তাঁর হাত কেঁপে যায়। খারাপ ছবি আসে। আর এটাই নাকি তাঁর জীবনের বড় আক্ষেপের কারণ। আসলে ছবি, নিজের লুক এই বিষয়গুলি নিয়ে রুক্মিণী বড় বেশি খুঁতখুঁতে। কোন অ্যাঙ্গেলে পোজ দিলে ছবি ভাল উঠবে, সেটা তিনি খুব ভাল করেই জানেন। আর সে কারণেই বোধহয় সেলফি তুলতে না পারার আক্ষেপটা একটু বেশিই রুক্মিণীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি সেলফি দিয়েছেন রুক্মিণী। পোস্টের মধ্যেই অবশ্য নিজের ব্যর্থতার কথাও স্বীকার করে নিয়েছেন। তিনি লিখেছেন, ‘সেলফি তুলতে আমি বরাবরই ব্যর্থ হই, আরও একবার ব্যর্থ হলাম। দয়া করে পরের ছবিগুলো দেখুন প্লিজ,ওগুলো সুন্দর করে তোলা।’ আসলে নিজের সেলফি ছাড়াও নিজের বেশ কয়েকটি ছবি দিয়েছেন রুক্মিণী। যে ছবিগুলি অন্য কারও তোলা।