Telugu actor Sowmya Janu: পুলিশ আধিকারিককে গালিগালাজ করছেন সৌম্য। এমনকি ওই ব্যক্তির পোশাকও সেখানে ছিঁড়ে ফেলেন অভিনেত্রী। ২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে বাঞ্জারা পাহাড়ের ঘটনা।
তেলুগু অভিনেত্রী সৌম্য জানু
ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগ তেলুগু অভিনেত্রী সৌম্য জানুর বিরুদ্ধে। হায়দরাবাদে একজন ট্রাফিক পুলিশ অফিসারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান অভিনেত্রী। রীতিমতো সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। অভিনেত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, কর্তব্যরত অফিসার তাঁকে ভুল পথে গাড়ি নিয়ে যাওয়ায় বাধা দিয়েছিলেন।
X-এ প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, পুলিশ আধিকারিককে গালিগালাজ করছেন সৌম্য। এমনকি ওই ব্যক্তির পোশাকও সেখানে ছিঁড়ে ফেলেন অভিনেত্রী। ২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে বাঞ্জারা পাহাড়ের ঘটনা। একটি জাগুয়ার গাড়ি চালাচ্ছিলেন অভিনেত্রী। রাস্তার ভুল লেনে গাড়ি নিয়ে ঢুকে পড়েন। এরপর ট্র্য়াফিক পুলিশ বাধা দিতেই চটে লাল হয়ে যান অভিনেত্রী। কর্তব্যরত অফিসারের উপর চোটপাট করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে তিনি আধিকারিককে শারীরিকভাবে আক্রমণ করেন।
DNA-এর রিপোর্ট অনুযায়ী, সৌম্য ওই ট্র্যাফিক পুলিশ অফিসারের জামাকাপড় ছিঁড়ে ফেলেন। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল বিষয়টিতে। অভিনেত্রীর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে 353 IPC এবং 184 MVA-এর অধীনে মামলা করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। আরও পড়ুন: আমিরের সঙ্গে 'লাহোর ১৯৪৭'-এর জন্য প্রস্তুত, কিরণের ছবির স্ক্রিনিংয়েও হাজির সানি
ভিডিয়ো অনুযায়ী শনিবার রাত ৮.২৪ মিনিটে এই ঘটনাটি ঘটে। ভিডিয়োতে অভিনেত্রীর আশেপাশে ট্রাফিক গার্ড এবং অনেকের দেখা মিলেছে। তুমুল তর্ক-বিতর্কের সময় ট্রাফিক গার্ডকে মারধর করেন অভিনেত্রী। শুধু তাঁদের পোশাকই ছিঁড়ে ফেলা হয়নি, তাদের ফোনও কেড়ে নেওয়া হয়েছে। আরও পড়ুন: হুডিতে মুখ ঢেকে বিমানবন্দরে ধরা দিলেন রণবীর! ‘ডন’ হওয়ার পাক্কা রেডি অভিনেতা