বাংলা নিউজ > বায়োস্কোপ > Taslima on Bangladesh New Gov: 'শেখ হাসিনাকে কি কম গালি দিয়েছি…গালি তো আর জানিনা, এখন কী দেব?’ তসলিমা নাসরিন
শেখ হাসিনা পদত্যাগ করেছেন। কয়েকদিন বাংলাদেশ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ার পর অবশেষে মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তবে তারপরেও বাংলাদেশ এখনও পুরোপুরি শান্ত হয়নি। চারিদিক থেকে অশান্তির খবর সামনে আসছে। হিন্দুদের উপরও অত্যাচারও বন্ধ হয়নি। এখনও দেশের মানুষ তাঁদের বাক স্বাধীনতা ফিরে পাননি। আর তাতেই বেজায় ক্ষুব্ধ প্রতিবাদী লেখিকা তসলিমা। ফের একবার ফেসবুকের পাতায় প্রতিবাদে গর্জে উঠলেন তিনি।
ঠিক কী লিখেছেন তসলিমা নাসরিন?
চির নির্ভীক তসলিমা লিখেছেন, ‘শেখ হাসিনাকে কি কম গালি দিয়েছি বাক স্বাধীনতাকে তিনি গলা টিপে মেরেছেন বলে? এখন তো বাক স্বাধীনতার ব-ও নেই কোথাও। গালি তো আর জানিনা, এখন কী দেব?’
আরও পড়ুন-'এই দেশ ছাড়ব না…', প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলাদেশের হিন্দুরা, কী বলছেন বাঁধন, তসলিমা?