আরজি কর নিয়ে উত্তাল রাজ্য। আর তাই হয়ত অনেকেই এই মুহূর্তে বাংলাদেশের খবর থেকে চোখ সরিয়েছেন। তবে শেখ হাসিনার পদত্যাগের পর প্রতিবেশী দেশেও ঘটে চলেছে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। উত্তাল বাংলাদেশ এখনও যে শান্ত হয়নি, তা সোশ্যাল মিডিয়া এবং সেদেশের কিছু সংবাদমাধ্যম এবং লেখিকা তসলিমা নাসরিনের ফেসবুকের পাতায় চোখ রাখলেই সেকথা স্পষ্ট হয়ে যায়।
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শিক্ষার্থীদের তোপের মুখে পড়েই নাকি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছির ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। তবে এই খবর পড়ে বিষয়টা যতটা সহজ-স্বাভাবিক বলে মনে হচ্ছে, ঘটনা কিন্তু এক্কেবারেই তেমন নয়। তসলিমা নাসরিনের ফেসবুকের পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিনকে পদত্যাগ করানোর জন্য হাত রয়েছে সেদেশে মাথাচারা দিয়ে ওঠা মৌলবাদের।
Du Expresss-একটা ভিডিয়ো শেয়ার করেছেন তসলিমা। যেখানে দেখা যাচ্ছে ডিনকে জোর করে পদত্যাগ করিয়ে তাঁর ঘরেই কোরান পাঠ করছে জিহাদিরা। এই পদত্যাগের কারণ হিসাবে লেখা হয়েছে, ডিন নিসার হোসেন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় কোরান পাঠে বাধা দিয়েছেন তাই নাকি তাঁকে পদত্যাগ করিয়েছেন শিক্ষার্থীরা।