মঙ্গলবার মুম্বইয়ে তামান্না ভাটিয়া তাঁর আসন্ন তেলেগু ছবি ‘ওডেলা ২’ - এর ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে পাপারাৎজিদের সম্মুখে কথা বলতে গিয়ে শুধু সিনেমা প্রসঙ্গে নয়, নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও মুখ খোলেন তামান্না। অভিনেত্রী বর্ণনা করেন নিজের জীবনের কঠিন সময়ের কথা।
বিজয়ের নাম না নিয়ে তামান্না বলেন, ‘আমার মনে হয় যখন জীবনে কোনও সমস্যার সম্মুখীন আপনি হবেন, যখন আপনার মনে হবে আপনি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন বাইরে আনন্দ খুঁজতে যাবেন না। আপনার সমস্যার সমাধান বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে থাকে। আপনি যদি কঠিন সময় নিজের সঙ্গে কথা বলেন, নিজের দিকে তাকান তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি।’
আরও পড়ুন: সিনেমা জগতের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অজয়! বললেন, ‘আমরা সবাই...’
আরও পড়ুন: স্বামীকে চুম্বন থেকে মেয়ের হাতে বানানো কার্ড, ব্রডওয়ে থেকে ছবি পোস্ট প্রিয়াঙ্কার
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তামান্নাকে বিভিন্ন প্রশ্ন করা হয়, যাতে তিনি একবার হলেও বিজয়ের নাম নেন। এক সাংবাদিক যখন শব্দের ছলে তাঁকে প্রশ্ন করেন যে তিনি যদি কখনও কারও ওপর তন্ত্র মন্ত্র করতে চান, তাহলে তিনি কার ওপর করে বিজয় হাসিল করবেন? সাংবাদিকের প্রশ্নে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তামান্না এমন একটি কথা বলেন, যা গোটা পরিবেশকে অন্যরকম করে দেয়।
তামান্না বলেন, ‘সত্যি যদি কারও তন্ত্র মন্ত্র করতে হয় তাহলে আমি আগে আপনার ওপর করব। আর শুধু আপনি কেন, আপনাদের সবার ওপর তন্ত্র মন্ত্র করব যাতে আপনারা আমার মুঠোর মধ্যে থাকেন। তাহলে করি? আপনাদের ওপর কিন্তু তন্ত্র মন্ত্র করলে বেশ হবে, আমি যা বলব আপনারা তখন তাই শুনবেন।’
আরও পড়ুন: 'কিউকি সাস ভি কাভি বহু থি'-এর নতুন যাত্রা শুরু,একতার প্রজেক্টে কী থাকবেন স্মৃতি?
আরও পড়ুন: ১.২ লাখ খরচ করেও দেখা মিলল না হৃতিকের, উঠল না ছবিও! ক্ষুব্ধ দর্শকরা
প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরে তামান্না এবং বিজয়ের বিচ্ছেদের গুজব ওঠে সব মহলে। জানা যায়, তামান্না বিয়ের জন্য জোর করতেন বিজয়ের ওপর, অন্যদিকে বিজয় বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। খুব স্বাভাবিকভাবেই এই মতভেদের কারণে দুজনের পথ আলাদা হয়ে যায়। তবে দুজনে একসঙ্গে না থাকলেও একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেছেন তাঁরা।