সদ্যই জানা গিয়েছে বেশ কিছু বছর একসঙ্গে থাকার পর পথ আলাদা হয়েছে তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার। তবে তাঁদের সম্পর্ক ভাঙলেও তাঁরা যে ভালো বন্ধু থাকবেন সে কথাও জানা গিয়েছে। কিন্তু এবার তিনি প্রকাশ্যে আনলেন কেন আজকাল অধিকাংশ টিকছে না, পুরুষের কী করা উচিত সুস্থ সম্পর্ক বজায় রাখার জন্য।
আরও পড়ুন: 'এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য', টলিউডের কী নিয়ে হতাশা প্রকাশ করলেন জিৎ?
আরও পড়ুন: 'মনে পড়ে না কবে ওরম ছোটবেলার মতো কেঁদেছিলাম', ৪ বছর পার, আজও কোন প্রিয়জনের শোকে কাতর কৌশিক?
কী জানিয়েছেন তামান্না ভাটিয়া?
প্রতিটি সম্পর্কেই এমন কিছু জিনিস থাকে যা নিয়ে আপোস করা যায় না ঠিক। আবার এই জিনিসগুলো সুস্থ সম্পর্ক, ভালো সম্পর্কের জন্য জরুরি, সম্পর্ক দৃঢ় করতেও। আর তামান্না ভাটিয়ার মতে তেমন একটি জিনিস হল সঙ্গী বা পার্টনার কী বলছে সেটা শোনা। এই বিষয়ে অতীতে একটি পডকাস্টে কথা বলেছিলেন তামান্না।
তিনি ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাজ সমনির পডকাস্ট শোতে এসে তামান্না বলেছিলেন সুস্থ সম্পর্কের জন্য সঙ্গীর কথা শোনা আবশ্যক। তাঁর কথায়, ' আপনার প্রেমিকা কী বলছে, বলতে চাইছে সেটা শুনুন, বুঝুন। আজকাল অধিকাংশ সম্পর্কই টেকে না কারণ সঙ্গী কথা শোনে না। কোনও সমস্যা হলে সেটা সমাধান করার জন্যও সঙ্গী কী বলছে সেটা শোনা, বোঝ প্রয়োজন। সবসময় সমস্যা সমাধান করতে হবে এমনটাই নয়, সেটা শোনা, পাশে থাকা এটা বোঝানো যে আমি আছি তোমার কথা শোনার জন্য, সমস্যা জানার জন্য এটাও জরুরি। সঙ্গীর এগুলো যে আপনার কাছে জরুরি সেটা বোঝানো দরকার।'
অভিনেত্রীর মতে সম্পর্ক তখনই টিকে যায় যখন একে অন্যের পাশে থাকেন, ভরসা জোগান। সমস্যা এলেই দ্রুত সমাধান দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে সেই মানুষটা যেন নিজে নিজের সমস্যা সামলাতে পারে না সমাধান করতে পারে না সেটা বোঝানো। এটা উচিত নয় বলেই মনে করেন তামান্না।
আরও পড়ুন: সারেগামাপার দুই বিজয়ীর মধ্যে রয়েছে এক নিবিড় যোগ! জানেন দেয়াশিনী-অতনু একই গুরুর ছাত্র, কে তিনি?
তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার ব্রেকআপ
বিগত কয়েক মাসে তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা একাধিকবার আদর্শ কাপল হওয়ার উদাহরণ দিয়েছেন। তাঁদের অনেকেই আজকালকার ভাষায় গ্রিন ফ্ল্যাগ বলেছেন। কাপল গোল সেট করার পর সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়েছে। তবে জানা গিয়েছে বিচ্ছেদ হলেও তাঁরা ভালো বন্ধু থাকবেন।