অভিনেতা তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার বিয়ের খবর পাওয়া যাচ্ছিল। আর তারই মাঝে খবর, পথ আলাদা হয়েছে দুই তারকার। আর এই খবর সামনে আসার পর থেকে রীতিমতো মাথায় হাত বিজয়-তামান্নার অনুরাগীদের। পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, তামান্না এবং বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও, তা তাঁদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি।
জানা গিয়েছে, কয়েক সপ্তাহ আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মার। তবে একে-অপরের ভালো বন্ধু থাকার পরিকল্পনা করছেন। আপাতত দুজনেরই ফোকাস কেরিয়ারে। বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এমনকী, তামান্না এবং বিজয় এখনও তাদের বিচ্ছেদের গুঞ্জনে কোনও প্রতিক্রিয়া জানাননি।
আরও পড়ুন: নাচছেন শ্রীলীলা, ভিডিয়ো করছেন কার্তিক, প্রেমচর্চার মাঝেই ভাইরাল ভিডিয়ো! কে এই সুন্দরী?
তামান্না ও বিজয়ের সম্পর্ক:
তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়, যখন ২০২৩ সালে লাস্ট স্টোরিজ ২ মুক্তির কয়েক মাস আগে গোয়ায় দুজনকে একসাথে নববর্ষ উদযাপন করতে দেখা যায়।
আরও পড়ুন: জি বাংলায় ‘আনন্দী’ বন্ধ হবে না সময় বদল? ঋত্বিক-অন্বেষার ভক্তদের জন্য এল বড় খবর
সুজয় ঘোষের পরিচালনায় এই অ্যান্থলজিতেই প্রথমবার পর্দায় একসঙ্গে আসেন বিজয় ও তামান্না। আর এই কাজই কাছাকাছি আনে তাঁদের দুজনকে। সিরিজটিতে কাজ করতে গিয়েই একে অপরের ঘনিষ্ঠ হয়েছিলেন তারা। কয়েক মাস ধরে জল্পনা-কল্পনার পর 'ফিল্ম কম্প্যানিয়ন জুন'কে দেওয়া এক সাক্ষাৎকারে তাদের রোম্যান্সের বিষয়টি নিশ্চিত করেন তামান্না। তারপর থেকে, এই দম্পতিকে প্রকাশ্যে ভালোবাসা উদযাপন করতে দেখা গিয়েছে। একে-অপরের সোশ্যাল পোস্টে মন্তব্য করা থেকে শুরু করে, একসঙ্গে ক্যামেরায় ধরা দেওয়া, দেখা গিয়েছিল সবটাই।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না জানান, আগামী বছরই বিয়ে করতে চলেছেন এই দম্পতি। তিনি বলেন, ‘আমি এখন জীবনে খুব খুশি। শাদি ভি হো সকতি হ্যায়, কিউ নেহি? (বিয়েরও একটা সম্ভাবনা। কেন নয়?)’
তিনি বলেন, ‘আমার কাছে বিয়ে ও কেরিয়ারের মধ্যে কোনও সম্পর্ক নেই। আমি খুব উচ্চাভিলাষী। বিয়ের পরও অভিনয় চালিয়ে যাব।’