বাংলা নিউজ > বায়োস্কোপ > Sweta-Rubel: বিয়ের আগে মেহেন্দিতে ভরে উঠল হাত, রুবেলের নাম নয়, ছবি আঁকালেন নাকি শ্বেতা! কী বলছে নেটপাড়া?
পরবর্তী খবর
Sweta-Rubel: বিয়ের আগে মেহেন্দিতে ভরে উঠল হাত, রুবেলের নাম নয়, ছবি আঁকালেন নাকি শ্বেতা! কী বলছে নেটপাড়া?
1 মিনিটে পড়ুন Updated: 19 Jan 2025, 08:52 AM ISTRanita Goswami
রবিবার বিয়ে, অূবশেষে পরিণতি পাবে শ্বেতা-রুবেলের প্রেম। তার আগে শনিবার রাতে ছিল শ্বেতার মেহেন্দি অনুষ্ঠান। সামনে এল সেই ভিডিয়ো।
Ad
শ্বেতার মেহেন্দি
আজ, ১৯ জানুয়ারি অবশেষে পরিণতি পাবে শ্বেতা-রুবেলের প্রেম। রবিবার প্রজাপতি ঋষির আর্শীবাদ নিয়ে সাত পাক ঘুরবেন এই টলি জুটি। এই মুহূর্তে তারই প্রস্তুতি চলছে। আইবুড়ো ভাতের পর ইতিমধ্যেই সামনে এসেছে শ্বেতা দাসের মেহেন্দির ছবি। সবুজ শাড়িতে সেজে দু'হাত ভরে মেহেন্দি করতে দেখা গেল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে।
মেহেন্দির সময় চওড়া সোনালি পাড়ের ট্রাডিশনাল শাড়ির সঙ্গে পুরনো ঐতিহ্যবাহী বাঙালি স্টাইলের সোনার গয়না সাজতে দেখা গেল শ্বেতাকে। তাঁর হাতে আঁকা হয়েছিল বর-কনের ছবি। মেহেন্দি করার সময় বেশ হাসিখুশিই ধরা পড়লেন অভিনেত্রী। আর অভিনেত্রীর মেহেন্দির এই ভিডিয়ো নেটপাড়ায় উঠে আসতেই নানান কমেন্ট করেছেন তাঁর অনুরাগীরা। এক নেটিজেন জিগ্গেস করেছেন, ‘আপনার হাতে আঁকা বরের ছবিটা কি রুবেলের?’ কেউ আবার লিখেছেন, ‘আজ বিয়ে , অপেক্ষা করছি কখন বিয়ের ফোটো গুলো আসবে’। কেউ আবার শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘নতুন জীবনের শুভেচ্ছা বিবাহিত জীবন আনন্দে ভরে উঠুক’। কারোর মন্তব্য, ‘ভীষণই মিষ্টি দেখাচ্ছে।’