এক যুগের বেশি আগে সম্পর্কে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় আর স্বস্তিকা মুখোপাধ্যায়। পরম যদিও এখন পিয়ার স্বামী। সোমবার পিয়ার সঙ্গে ছবি শেয়ার করে ট্রোলের মুখে পড়তে হল স্বস্তিকাকে।
সোমবার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রাক্তন ও বর্তমান একসঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন। যাদের বুঝতে অসুবিধে তাঁদের জন্য আরেকটু খোলসা করা যাক, একসঙ্গে একফ্রেমে ধরা দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় আর পিয়া চক্রবর্তী। বরাবরই মন খোলা মানুষ অভিনেত্রী। রাখঢাক নেই তাঁর কারও। হাসিখুশি থাকতে যেমন ভালোবাসেন, তেমন মিশতেও। আগেও জানিয়েছিলেন পরমব্রতর বাড়িতে একদিন আড্ডা দিতে যাবেন। যতটা না পরমব্রতর জন্য, তার থেকে অনেক বেশি পিয়ার জন্য।
এটাই সেই আড্ডা কি না জানা নেই। তবে স্বস্তিকার শেয়ার করা ছবিতে দুজনের বেশ রং মিলান্তি হয়েছে। তিনি পরে আছেন লাল রঙের শাড়ি। আর পিয়ার ট্রাউজারের রং আবার লাল। কখনও হাত কোমরে, তো কখনও কাঁধে। দুজনের মুখে ছিটেফোঁটার লেশমাত্র নেই, প্রাণখোলা হাসি। ক্যাপশন দিয়েছিলেন, ‘আয় বেঁধে বেঁধে থাকি’।
তবে এমন ‘হট টপিক’ আর ট্রোল হবে না, তা কখনও হয়। এক নেট-নাগরিক কটু মন্তব্য করে লিখলেন, ‘পরমের প্রাক্তন আর পরমের বর্তমান বউ’। যাতে অভিনেত্রীর তরফে জবাব গেল, ‘আপনি জিকে পরীক্ষায় প্রথম হবেন। আর ভাগ্যিস মনে করিয়ে দিলেন। এটাই তো আমাদের একমাত্র পরিচয়। ভুলে গেছিলাম।’ সঙ্গে একটা হাত জোর করা ইমোজিও।
অনেকে আবার দুজনকে মা-মেয়ে ভেবে ভুল করেন। পিয়াকে মনে করেন স্বস্তিকার প্রাক্তন। যদিও তা ট্রোল করে না অনিচ্ছাকৃত জানা নেই। সেরকম দুটি কমেন্টেও ভুল ভাঙিয়ে দিয়ে এসেছেন স্বস্তিকা। বেশ ভদ্রভাবেই!
ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন পরমব্রত আর পিয়া। সেই সময় দুজনকে নিয়ে কম ট্রোল হয়নি। ২০২১ সালে অনুপম রায়কে ডিভোর্স দেওয়ার বছরখানেকের মধ্যে বিয়ে করে সমাজের চোখে পিয়া হয়েছিলেন ‘লেডি ভিলেন’। সেই বিয়েতে পরমের প্রাক্তন হিসেবে বারবার উঠে এসেছিল স্বস্তিকার নামও। তখন এগিয়ে এসে পিয়ার হয়ে গলা তুলেছিলেন স্বস্তিকা। পরম-পিয়াকে ট্রোল করতে আসা নেট-নাগরিকদের নিয়েও ছিলেন একহাত।
স্বস্তিকা বলেছিলেন, ‘পিয়া তো অনুপমের সেকেন্ড ওয়াইফ। তো কই অনুপমকে তো ট্রোলটা করা হল না। হিসাব করলে দেখা যাবে অনুপমকে যতগুলো কথা বলা হয়েছে, আর পরম-পিয়াকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, চোখে পড়ার মতো পার্থক্য রয়েছে’।