বাংলা নিউজ > বায়োস্কোপ > Sahachari Trailer: ঋদ্ধি নয়, ঋতব্রতর প্রেমে পড়লেন সুরঙ্গনা, জীবনের ‘সহচরী’ হয়ে উঠবেন কি তাঁরা?
পরবর্তী খবর
Sahachari Trailer: ঋদ্ধি নয়, ঋতব্রতর প্রেমে পড়লেন সুরঙ্গনা, জীবনের ‘সহচরী’ হয়ে উঠবেন কি তাঁরা?
1 মিনিটে পড়ুন Updated: 31 Jul 2023, 08:22 AM ISTSubhasmita Kanji
Sahachari Trailer: আদ্যোপান্ত প্রেমের গল্প নিয়ে আসছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত মুখোপাধ্যায়। লিভ ইন, ঝগড়া, ভালোবাসার মাঝেও জীবনের আরও হাজারো ঝামেলাকে ম্যানেজ করে তাঁরা কীভাবে একে অন্যের সহচরী হয়ে উঠবেন সেই গল্পই বলবে এই ছবি।
ঋতব্রতর প্রেমে পড়লেন সুরঙ্গনা, জীবনের সহচরী হয়ে উঠবেন কি তাঁরা?
কলকাতার বুকে কত প্রেমের জন্ম হয়, কত হারিয়ে যায়। কত আবার ভিনরাজ্য বা ভিনদেশে গিয়েও টিকে যায়। এই যুগের, মিলেনিয়ালসদের প্রেমের গল্প, জীবনের টানাপোড়েন নিয়ে আসছে ‘সহচরী’। সদ্যই মুক্তি পেল এই সিরিজের ট্রেলার।
এই ওয়েব সিরিজের দুই মুখ্য চরিত্র হলেন সৌম্য এবং তাঁর প্রেমিকা। ওঁরা দুজন কলেজ লাইফের বন্ধু। বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত। মেয়েটির বাড়ি কলকাতার বাইরে। সে এখানে মাস্টার্স করতে এসেছিল। অন্যদিকে সৌম্য বর্তমানে একটি কর্পোরেট হাউজে চাকরি করেন। একটা সময়ের পর তাঁরা দুজনে একসঙ্গে থাকতে অর্থাৎ লিভ ইন করতে শুরু করেন। কিন্তু প্রেম মানেই যে কেবল স্মুদ একটা লং রাইড হবে এমনটা তো নয়। সেখানে অনেক বাধা বিপত্তি আসে। তেমনই ওঁদের জীবনেও আসে। অফিসের চাপ বাড়ে। মেয়েটির জীবনেও কিছু কঠিন পরিস্থিতি আসে। এমন অবস্থায় তাঁরা কী ভাবে দুজন মিলে এই সম্পর্ক টিকিয়ে রাখেন একে অন্যের সহচরী হয়ে সেই গল্পই বলবে এই ওয়েব সিরিজ। গল্পের মাঝে দর্শকরাও ঋতব্রতর মতো সেই উত্তর খুঁজে পাবেন যে কী করে একজন ছেলে একটি মেয়ের সহচরী হয়ে উঠতে পারে।
এই ছবির পরিচালনা করেছেন রোহন সেন। তিনি এর আগে ‘অপরাজিতা’, ‘শুভ বিজয়া’ সহ একাধিক ছবি তৈরি করেছেন। এটাই তাঁর প্রথম ওয়েব সিরিজ। এখানে সৌম্যর চরিত্রে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে। তাঁর প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ অগাস্ট আরও আনন্দ অরিজিনালসে মুক্তি পাবে এই সিরিজ।