Dev: ২০২৪-এর সবে তো শুরু, এখনই শেষের খবর শোনালেন সুপারস্টার দেব! হল বিরাট ঘোষণা…
1 মিনিটে পড়ুন Updated: 01 Jan 2024, 05:52 PM IST২০২৪, আবারও একটা ক্রিসমাসে পরিচালক অভিজিৎ সেনের ছবিতে দেখা যাবে দেবকে। আর দেখা যাবে নাই বা কেন! পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে দেবের সবকটি ছবিই বক্স অফিসে হিট, সফল। তাই ফেরার কথাই তো ছিল। পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক প্রযোজক অতনু রায়চৌধুরী এবং সুপারস্টার দেব তাই জানাচ্ছেন, তাঁরা ফিরছেন ২০ ডিসেম্বর।
দেব