নাওমি ক্যাম্পবেল লেখেন, ‘আমার ছোট্ট প্রিয়তমা, তুমি আমাদের জীবনে ভালোবাসা বয়ে নিয়ে এসেছো। জেনো, তোমাকে আমরা অসম্ভব ভালোবাসা আর আদরের চাদরে মুড়ে রাখব। তুমি ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি সত্যিকারের উপহার।’ সব শেষে লিখেছেন ‘মা হওয়ার কোনও বয়স হয় না।’
নাওমি ক্যাম্পবেল
বয়স ৫৩। তবে সেটা শুধুই সংখ্যা। এই বয়সেই দ্বিতীয়বার মা হলেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। ফুটফুটে এক শিশুপুত্রের জন্ম দিয়েছেন নাওমি। যদিও সন্তান জন্মের আগে তাঁর মা হতে চলার খবর কাউকে টের পেতেও দেননি নাওমি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার হাত ধরেই সকলের সঙ্গে সুখবর ভাগ করে নেন তিনি।
বৃহস্পতিবার কোলে নবজাতক সন্তানকে নিয়ে একটুকরো ছবি পোস্ট করে নাওমি ক্যাম্পবেল লেখেন, ‘আমার ছোট্ট প্রিয়তমা, তুমি আমাদের জীবনে ভালোবাসা বয়ে নিয়ে এসেছো। জেনো, তোমাকে আমরা অসম্ভব ভালোবাসা আর আদরের চাদরে মুড়ে রাখব। তুমি ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি সত্যিকারের উপহার।’ সঙ্গে হাতজোড় করার এটা ইমোজি দিয়ে লিখেছেন ‘ধন্য! স্বাগত আমার রাজপুত্র’ ফের একটা হৃদয়ের ইমোজি যুক্ত করেছেন। সব শেষে লিখেছেন ‘মা হওয়ার কোনও বয়স হয় না।’