ছোটপর্দার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো 'সুপার ডান্সার চ্যাপ্টার ৪'-এ অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছেন নীতু কাপুর। নাচ, বিনোদন, কিছু আবেগময় মুহূর্ত নিয়ে ফের এক নতুন এপিসোড আসছে। প্রতিযোগিরা স্টেজে নীতুর বেশ কিছু জনপ্রিয় গানের তালে নাচতে দেখা যাবে। স্টেজে তাঁদের পারফরম্যান্স আগুন ধরাবে।শো-এর মাঝে অভিনেত্রী নীতু কাপুর বিচারক গীতা কাপুরকে বলেন, দিন দিন তাঁর অনুরাগীর সংখ্যা ক্রমশও বাড়ছে। রিয়ালিটি শো-এর শেষ প্রকাশিত প্রোমোতে দেখা গেছে, নীতুকে গীতার প্রশংসা করতে। নাচের শো-এর বিচার হিসেবে গীতাকে দেখে, তাঁর মন ছুঁয়ে গেছে বলে জানিয়েছেন। প্রোমোর ভিডিয়ো গীতা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে জানিয়েছেন, তিনি কখনো আশা করতে পারেননি নীতু কাপুরের মতো একজন প্রাণোস্বচ্ছল, গুণী ব্যক্তিত্বের কাছ থেকে এত প্রশংসা পাবেন। পাশাপাশি নীতু কাপুরকে ধন্যবাদ জানাতে দেখা গেছে গীতাকে। শো-তে উপস্থিত হয়ে বিচারকদের প্রশংসাই নয় অন্যান্য প্রোমোতে উঠে এসেছে অভিনেত্রী নীতু কাপুরের নাচের ঝলক। মঞ্চে উঠে প্রতিযোগীদের সঙ্গে ঠুমকা লাগাতে দেখা গেছে অভিনেত্রীকে। তাঁর নাচের মধ্যমে দর্শকের মুগ্ধ করেছেন অভিনেত্রী। শো-তে নীতু এবং প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের প্রেমের ঝলক নাচের মাধ্যমে দেখতে পাবেন দর্শকরা। প্রয়াত কিংবদন্তি তারকা তথা নীতুর স্বামী ঋষি ও তাঁর উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে এর আগে পারফর্ম করতে দেখা গেছে প্রতিযোগিদের।