
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দত্তক নেওয়া মেয়ের যত্ন নেয় না সানি লিওনি। অভিনেত্রীর উপর এই অভিযোগ আগেও উঠেছে। সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার নিশাকে দত্তক নেন ২০১৭ সালে। ওই বছরই সারোগেসির মাধ্যমে দুই ছেলে নোয়া আর আশেরের জন্ম দেন এই তারকা জুটি। এক ট্রোলার অভিযোগ তুললেন ‘প্রচারের জন্য’ মেয়ে নিশাকে দত্তক নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ট্রোলারদের জবাব দিতে গেল প্রাক্তন পর্ন তারকাকে।
জানুয়ারিতে একটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে একটা ভিডিয়ো শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছিল নিজের তিন সন্তানকে নিয়ে সিড়ি দিয়ে নামছেন সানি। তিনি যেখানে নোয়া আর আশেরের হাত ধরে রয়েছেন, সেখানে একাই নামছে নিশা। আর এই ভিডিয়োর কমেন্ট সেকশনে একটা বড় অংশ সমালোচনা করতে শুরু করে।
সম্প্রতি DNA-কে দেওয়া সাক্ষাৎকারে সানিকে বলতে শোনা যায়, ‘যে এই মন্তব্যটা করেছে সে কিন্তু আমার রোজকার জীবনের অঙ্গ নয়। একটা ছবি কখনও আবার অভিভাবকত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে না বা আমিও একটা ছবির জন্য সবাইকে জবাব দিতে বাধ্য় নই। কেমন হয় যদি তুমি অন্তত পাঁচ মিনিট আমার জুতোয় পা গলিয়ে দেখো, আর তারপর বসে আমায় বিচার করো আমার বাচ্চাদের বড় করা নিয়ে, ওদের ভালোবাসা নিয়ে বা কোন সন্তানকে বেশি ভালোবাসি তা নিয়ে। এটা শুধু বিরক্তিকর নয়, খুব বাচ্চাবাচ্চা ব্যাপার।’
সানি আরও বলেন, ‘যাঁদের সন্তান আছে তাঁরাই শুধু জানে একটা বাচ্চা, বিশেষ করে একের বেশি বাচ্চাকে বড় করা কতটা কষ্টের। তাই যারা কমেন্ট করছেন, তাঁদের বলব একটু বড় হন। এর বেশি আমার আর কিছু বলার নেই।’
এর আগেই সানিকে নিয়ে করা ট্রোল নিয়ে মুখ খুলেছিলেন ড্যানিয়েল। জানিয়েছিলেন, ‘নিশা আমাদের বাড়ির রাজকুমারী। খারাপ লাগে মানুষ এরকম করে ভাবতে পারে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports