বাংলা নিউজ > বায়োস্কোপ > Sunny Deol: ‘বাজারে যা চলছে, তার বেশিরভাগই গুজব!’,কোন খবরে এত চটেছেন ধর্মেন্দ্র-পুত্র সানি
পরবর্তী খবর
Sunny Deol: ‘বাজারে যা চলছে, তার বেশিরভাগই গুজব!’,কোন খবরে এত চটেছেন ধর্মেন্দ্র-পুত্র সানি
1 মিনিটে পড়ুন Updated: 08 Feb 2024, 11:36 AM ISTTulika Samadder
অভিনেতা সানি দেওল অবশেষে তাঁর আসন্ন চলচ্চিত্র গদর ৩, বর্ডার ৩-এর মতো সিনেমা সম্পর্কে ছড়িয়ে পড়া গুজব নিয়ে নীরবতা ভাঙলেন।
গদর ২-তে সানি দেওল।
বর্ডার ২, গদর ৩-সহ সানি দেওলের বহু হিট ছবির সিক্যুয়েল নিয়ে জল্পনা চলছে বাজারে। গদর ২ (২০২৩) ব্লকবাস্টার হওয়ার পর থেকেই অভিনেতা পরবর্তী কী চুক্তিবদ্ধ হচ্ছেন তা নিয়ে গুঞ্জন চলছে।
‘গদর বেরনোর পর থেকেই চলছে। এই পার্ট টু করছে, ওই পার্ট টু করছে। আরে বাবা কত পার্ট টু করব! বাজারে যা চলছে বেশিরভাগই গুজব। আমি নিজেই ঘোষণা দেব। মানুষ আসলে জল্পনা কল্পনা করতে পছন্দ করে’, বলতে শোনা গেল ৬৬ বছর বয়সী অভিনেতাকে।
তবে অভিনেতার তরফে যা নিশ্চিত করা হয়েছে তা হল পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে তাঁর সিনেমা লাহোর ১৯৪৭ আসছে। যা প্রযোজনা করছে অভিনেতা আমির খান। ‘গদর ২ সফল হয়েছে, তাই এই ছবিটি হচ্ছে’, সানি দেওল ঠাট্টা করে বললেন। ‘আমরা গত ১৫-১৭ বছর ধরে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে আছি, কিন্তু অনেক কিছুই হচ্ছিল না। গদর আমাদের সকলের জন্য অনেক দরজা খুলে দিয়েছে। রাজ খুব প্রতিভাবান, তার অনেক দুর্দান্ত কলা রয়েছে। মানুষ তাঁকে এবং আমাকে একসঙ্গে ৩টি ছবি করতে দেখেছে, সমস্ত ভিন্ন ঘরানার এবং সমস্ত মাস্টারপিস।’
এই জুটি এর আগে ঘায়েল (১৯৯০), ঘটক (১৯৯৬) এবং দামিনী (১৯৯৩) ছবিতে কাজ করেছেন। অন্য দিকে, আমির সন্তোষীর সঙ্গে সহযোগিতা করেছিলেন, আন্দাজ আপনা আপনা-তে। যা একটি কাল্ট ক্লাসিক হিসাবে ব্যাপকভাবে বিবেচিত। সানি নিজের বক্তব্যে আরও জুড়লেন,
‘মানুষের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু আমি সেটা আপাতত মাথায় রাখছি না। আমার যদি চরিত্রটি ভালো লাগে, আমি তা করব। আমি কখনোই ভাবব না যে, মানুষের এইগুলো ভালো লাগবে না, ওগুলো ভালো লাগবে না।’
আপাতত সানির যে ছবিগুলির খবর বাজারে চলছে তা হল গদর ৩, বর্ডার ২ আর রামায়ণ। রণবীর কাপুর অভিনীত রামায়ণের চর্চা এখন সর্বত্র। আর তাতে হনুমান হিসেবে সানির থাকারই খবর মিলছে। শোনা যাচ্ছে, তিনি নাকি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তবে আপাতত রামায়ণের পুরো প্রোজেক্টে মুড়ে রাখা হয়েছে গোপনীয়তায়। রণবীর রাম হিসেবে সামনে এসেছেন ঠিকই, তবে সম্প্রতি একাধিক রিপোর্ট বলছে সীতা হিসেবে সাঁই পল্লবীকে রিপ্লেস করে দিয়েছে জাহ্নবী কাপুর। এখন শুধু অপেক্ষা অফিসিয়াল ঘোষণার।