বিয়েকে বয়কট! কেন এমন করলেন অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম থেকে বিয়েকে 'বয়কট'-এর ডাক দিয়েছেন এই অভিনেতা। যা দেখে রীতিমতো হুলুস্থুল পরে গিয়েছে অনুরাগীদের মধ্যে। কেন হঠাৎ এমন বললেন অভিনেতা তা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনেই। তবে কী আর বিয়ে করতে চান না অভিনেতা?
মাঝে মধ্যে বেশ কিছু তারকাকে নেটিজেনরা বয়কট করার ডাক তোলেন। আবার অনেক অভিনেতা রেগে গিয়ে গণমাধ্যমকে বয়কট করে বসেন। তবে এর আগে সরাসরি বিয়েকে বয়কটের ডাক কেউ তোলেননি। তাই অভিনেতার এমন পোস্টে সত্যিই তাজ্জব হয়েছেন নেটিজেনরা। হঠাৎ বিয়েকে কেন 'বয়কট' করলেন সুহাত্র তা জানলে সত্যিই অবাক হবেন।
আরও পড়ুন: ট্রোলিং সম্পর্কে এ কী বললেন শাহরুখ তনয়া? নেতিবাচক মন্তব্য নিয়ে মুখ খুললেন সুহানা
নিজের ইন্সটাগ্রাম থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা যেখানে নিজের বারান্দা থেকে একটি বিয়ের মণ্ডপ দেখা যাচ্ছে। সানাইও বাজছে । এই ভিডিয়োতে বেশ কিছু কথাও বলেছেন অভিনেতা।
আরও পড়ুন: ঝড়ের গতিতে বাড়বে ইমিউনিটি! চমৎকার এই ৫ পানীয়ের নিয়ম করে খেলেই হল
ভিডিয়োতে সুহোত্র বলেছেন যে ‘আমার বাড়ির সামনে প্রত্যেক দিন কেউ না কেউ বিয়ে করে চলে যাচ্ছে কিন্তু তাঁরা আমাকে আমন্ত্রণ করেন না। এই বিয়েগুলো দেখে আমার খাবার খেতে ইচ্ছে করে কিন্তু আমাকে তো কেউ আমন্ত্রণ করেননি তাই আমি এই বিয়েগুলো বয়কট করলাম।’
আরও পড়ুন: চটজলদি ওজন কমাবে এই জাদুকরী সবজি! টমেটোর এই চমৎকার গুণাগুণ অনেকেই জানেন না
এই ভিডিয়ো দেখে হাসিতে ফেটে পড়েছেন অনুরাগীরা। প্রসঙ্গত এখন বিয়ের সিজন চলছে। রোজ কেউ না কেউ চার হাত এক করে ফেলছেন। কিন্তু এই ওয়েডিং সিজনে কোনও বিয়েবাড়ি থেকে ডাক পাচ্ছেন না ডাকঘরখ্যাত অভিনেতা। যার দরুণ চরম রেগে গিয়ে এমন একটি পোস্ট করেন সুহোত্র।
আরও পড়ুন: ক্রাইম থ্রিলার দেখে দেখে হত্যার ছক! হত্যাকারীর পরিকল্পনা দেখে শিউড়ে উঠলেন সকলে
পুরো ভিডিয়োটিই রসিকতার সঙ্গে বানিয়েছেন অভিনেতা। বাড়ির সামনে বিয়ে হলেও একটা বিয়েতেও নিমন্ত্রণ নেই তাঁর। তাই মজা করেই এই পোস্টটি শেয়ার করেছেন অভিনেতা সুহাত্র মুখোপাধ্যায়। আসন্ন' টুংলুং-একেন'সিরিজে বাপির চরিত্রে দেখা যাবে সুহোত্রকে। এর আগে নন্দিনী ওয়েব সিরিজে তাঁর অভিনয় নজর কাড়ে সকলের।