রাজ লিখেছেন, ‘আমাদের বাড়িতে ছোট ভালোবাসা ও আনন্দের আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য আশীর্বাদ চাই। ’
Ad
ফের মা হলেন শুভশ্রী
অপেক্ষার অববসান। ফের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী। আজ ৩০ নভেম্বর সকালেই এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল X-এ(টুইটার) এই সুখবর দিয়েছেন।
রাজ লিখেছেন, ‘আমাদের বাড়িতে ছোট ভালোবাসা ও আনন্দের আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য আশীর্বাদ চাই।’ অর্থাৎ রাজের পোস্টেই স্পষ্ট ছোট্ট ইউভানের বোন এসেছে। রাজ চক্রবর্তীর এই পোস্টের সঙ্গেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। Hindustan Times Bangla-র তরফেও নতুন মা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রতি রইল অনেক শুভেচ্ছা।