বাংলা নিউজ > বায়োস্কোপ > Stree 2 Collection in Bengal: বয়কট ট্রেন্ডে ডুবল বাবলি,পদাতিক! ৪৫০ কোটির গণ্ডি পার করা স্ত্রী ২-র বাংলায় আয় কত?
গত ১৫ই অগস্ট বাংলার বক্স অফিসে মুক্তি পেয়েছিল বাবলি ও পদাতিক। আর জি কর কাণ্ডের মাঝে অস্থির পরিস্থিতি পশ্চিমবঙ্গে। বিচারের দাবিতে পথে নেমেছে বাংলা। এই ইস্যুতে টলিউডের কিছু ব্যক্তির অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ফের 'বয়কট টলিউড' ট্রেন্ডের ছয়লাপ! এর সরাসরি প্রভাব পড়েছে ছবির ব্যবসায়। আরও পড়ুন-‘বাওয়াল হয়ে যাবে..’, বন্ধ গান! আর জি কর কাণ্ডের প্রতিবাদে কবে পথে নামছেন অরিজিৎ? মিলল জবাব